নন-পোর্টল্যান্ড সিমেন্ট
ইংরেজি : Non-portland cement

ঔদক (
hydraulic) সিমেন্টের একটি প্রকরণ। উল্লেখ্য এর অপর প্রকরণটির নাম পোর্টল্যান্ড সিমেন্ট (Portland cement) এই জাতীয় সিমেন্টে পোর্টল্যান্ড ক্লিঙ্কার ব্যবহার করা হয় না। তাই একে সাধারণভাবে নন-পোর্টল্যান্ড সিমেন্ট বলা হয়। ঔদক জাতীয় সিমেন্ট হওয়ার জন্য এই জাতীয় সিমেন্ট জমাট বাঁধার জন্য জলের উপস্থিতি আবশ্যক।

 

এই সিমেন্টের গঠন প্রকৃতি অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা হয়। ভাগগুলো হলো

 

পোৎজোলানা লাইম সিমেন্ট (Pozzolan-lime cements) :
রোমানরা এই সিমেন্ট ব্যাবহার করতো। এই সিমেন্ট পোৎজোলানা চূর্ণ করে তার সাথে চুনাপাথরের গুড়ো মিশিয়ে তৈরি হতো। একেই সাধারণভাবে রোমান সিমেন্ট বলা হতো। এই সিমেন্ট ধীরে ধীরে জমাট বেঁধে শক্তি সঞ্চয় করলেও শেষ পর্যন্ত খুবই উচ্চ শক্তিসম্পন্ন হয়। এর ঔদক উপাদান যা এর মূল শক্তি দান করে, এবং তা পোর্টল্যান্ড সিমেন্টের ঔদক উপাদানের সমমানের হয়। এই সিমেন্টের ব্যবহার করে তৈরি করা রোমের স্থাপনাসমূহ এখনো স্বগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে। 


স্ল্যাগ-লাইম সিমেন্ট (
Slag-lime cements) :
চূর্ণীকৃত দানাদার স্ল্যাগে স্ব-ঔদক উপাদান থাকে না। কিন্তু ক্ষার মিশ্রণ করলে এটি সক্রিয় হয়। এক্ষেত্রে সহজলভ্য ক্ষার হিসাবে চুনাপাথর ব্যবহার করা হয়। এই সিমেন্ট পোৎজোলানা-লাইম সিমেন্টের সমগুণ সম্পন্ন।
 

সুপারসালফেটেড সিমেন্ট (Supersulfated cement):
এই সিমেন্টের ৮০% থাকে চূর্ণীকৃত দানাদার স্ল্যাগ ও ১৫% জিপসাম নয়তো এ্যান্‌হাইড্রেট
(calcium sulfate, CaSO4) সাথে খানিকটা চুনাপাথর অথবা পোর্টল্যান্ড ক্লিঙ্কার বিক্রিয়ক হিসেবে যোগ করা হয়। এই সিমেন্ট তার বিক্রিয়ায় এট্রিঙ্গিট (খনিজ হাইড্রাস ক্যালসিয়াম এ্যালুমিনিয়াম সালফেট, রাসয়নিক সূত্র  Ca6Al2(SO4)3(OH)12•26H2O)  নামক এক প্রকার হলুদবর্ণের স্ফটিক তৈরি করে।

এর ফলে এই সিমেন্টের শক্তি বৃদ্ধি পায়। উল্লেখ্য পোর্টল্যান্ড সিমেন্ট যত দ্রুত জমাট বেঁধে শক্তি সঞ্চয় করে। এই সিমেন্টের ক্ষেত্রে শক্তি সঞ্চয়ের জন্য আরও বেশি সময়ের প্রয়োজন হয়। এই সিমেন্ট সালফেট বা এই জাতীয় উপাদানের আক্রমণকে সহজে প্রতিরোধ করতে পারে।

ক্যালসিয়াম এ্যলুমিনেট সিমেন্ট (
Calcium aluminate cements):
এই সিমেন্ট প্রাথমিকভাবে চুনাপাথর ও বক্সাইট-এর সমন্বয়ে তৈরি করা হয়। এর সক্রিয় উপাদান মনোক্যালসিয়াম এ্যলুমিনেট(
CaAl2O4) ও মায়ানাইট (Ca12Al14O33)। ক্যালসিয়াম এ্যলুমিনেট হাইড্রেটের সাথে পানির বিক্রিয়ার দ্বারা এই সিমেন্ট শক্তি সঞ্চয় করে। এই সিমেন্টে উচ্চ তাপসহনীয় গুণ রয়েছে। এই কারণে বিভিন্ন ধরনের উচ্চতাপ উৎপাদক চুল্লীতে এই সিমেন্ট ব্যবহার করা হয়।

 

ক্যালসিয়াম সালফোল্যুমিনেট সিমেন্ট (Calcium sulfoaluminate cement):
প্রাথমিক পর্যায়ে ইয়ে' এ্যালিমাইট (
ye'elimite : Ca4(AlO2)6SO4 ) যুক্ত ক্লিঙ্কার থেকে এই সিমেন্ট প্রস্তুত করা হয়। এই সিমেন্ট সাধারণত ব্যয়সাপেক্ষ নির্মাণকাজে, দ্রুত অতিউচ্চ শক্তি সম্পন্ন নির্মাণকাজে এবং 'নিম্ন শক্তি-উৎপাদক' নির্মাণকাজে এই সিমেন্ট ব্যবহৃত হয়। এই সিমেন্টের সাথে পানির বিক্রিয়ায় এট্রিঙ্গিট (খনিজ হাইড্রাস ক্যালসিয়াম এ্যালুমিনিয়াম সালফেট, রাসয়নিক সূত্র  Ca6Al2(SO4)3(OH)12•26H2O)  নামক এক প্রকার হলুদবর্ণের স্ফটিক তৈরি করে। ফলে কিছু ব্যবহারিক সুবিধা পাওয়া যায়। 'নিম্ন শক্তি-উৎপাদক' নির্মাণকাজে পোর্টল্যান্ড সিমেন্টের বিকল্প হিসাবে চীনে এই সিমেন্ট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই কারণে চীনে এই সিমেন্ট প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়।

প্রাকৃতিক সিমেন্ট (
Natural" cements) : 
পোর্টল্যান্ড সিমেন্টের উদ্ভাবনের আগে এই সিমেন্ট ব্যবহার করা হতো।
সাধারণত এগ্রিল্যাসাস চুনাপাথর (argillaceous limestone) মাঝারি তাপে পুড়িয়ে এই সিমেন্ট তৈরি করা হতো। এই সিমেন্টের চুনাপাথরে কাদার পরিমাণ এমন থাকে ৩০-৩৫%)। অধিক পরিমাণে বেলাইট উৎপাদিত হলেও কোন কোন মুক্ত চুনাপাথর অবশিষ্ট থাকতো না।
 

জিওপলিমার সিমেন্ট (Geopolymer cements) :
এই ধরনের সিমেন্ট তৈরি হয়
জলে দ্রাব্য ক্ষারীয় ধাতব সিলিকেটের সাথে এ্যলুমিনো সিলিকেট চূর্ণ বা ফ্লাই এ্যাশ বা মেটাকলিন মিশিয়ে।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Cement#Non-Portland_hydraulic_cements