আব্রি ক্যাস্টানেট খোদাইচিত্র
Abri Castanet Engravings

ইউরোপের ফ্রাঙ্কো-ক্যান্টাবেরিয়ান শিল্পকর্ম (Franco-Cantabrian Cave Art) ডোর্ডোগ্নে (Dordogne) গুহাচিত্রের অংশ হিসেবে বিবেচনা করা হয়। ১৯০০ খ্রিষ্টাব্দের দিকে ফ্রান্সের ডোর্ডোগ্নে অঞ্চলের আব্রি ক্যাস্টিনেট নামক প্রত্ন-অঞ্চলে এই চিত্রগুলো আবিষ্কৃত হয়েছে। ধারণা করা হয়, এই চিত্রগুলো অঙ্কিত হয়েছিল প্রায় ৩৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এই বিচারে ধারণা করা হয়, এই চিত্র অঙ্কিত হয়েছিল ক্রোম্যাগনানদের অরিগ্ন্যাসিয়ান সভ্যতা-স্তরে।

এই গুহাচিত্রগুলো মূলত খোদাই চিত্র। এসব খোদাইকৃত চিত্র দেখা যায় নানা ধরনের বিমূর্ত চিত্র। বিজ্ঞানীরা মনে করেন এসব চিত্রের অনেকগুলোই হয়তো চিত্রলিপি। যার বিশেষ কোনো বিশেষ অর্থ হয়তো এদের কাছে ছিল। কিছু খোদাই চিত্রকে চিহ্নিত করা হয়েছে যোনী-চিহ্ন হিসেবে। এছাড়া ছিল কাপচিহ্ন।
 
চিত্রলিপি যোনী-চিহ্ন ও কাপচিহ্ন যোনী-চিহ্ন