কোলিবোয়াইয়া গুহাচিত্র
Coliboaia Cave painting

খ্রিষ্টপূর্ব ৩০ হাজার অব্দের দিকে রোমানিয়ার দক্ষিণ-পূর্ব পিয়েট্রোয়াসা অঞ্চলের কোলিবোয়াইয়া গুহায় ক্রো-ম্যাগনানদেরদ্বারা অঙ্কিত গুহাচিত্র। এই সময়ে ক্রো-ম্যাগনান সভ্যতা অরিগ্ন্যাসিয়ান সভ্যতা স্তরে ছিল। এই কারণে একে অরিগ্ন্যাসিয়ান সভ্যতার চিত্রকর্ম হিসেবে অভিহিত করা হয়।

কোলিবোয়াইয়া গুহার মোট দৈর্ঘ্য প্রায় ৭৫০ মিটার। এর প্রবেশ পথটি ত্রিকোণাকার এবং উচ্চতা ২ মিটার। গুহায় প্রবেশের পর পাওয়া যায় প্রায় ১৫ মিটার প্রশস্ত এবং ৪০ মিটার গভীর একটি কক্ষ।

গুহাটি প্রথম নজরে আসে ঊনবিংশ শতাব্দীতে। কিন্তু ১৯৮১ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই গুহার শিল্পকর্ম সম্পর্কে জানা যায় নি। এই বছরে প্রত্নতত্ত্ববিদ গ্যাবোর হালাসি এখানে অনুসন্ধান চালান। কিন্তু এর ভিতরে প্রচুর পানি থাকায় গুহার শিল্পকর্ম সম্পর্কে জানতে পারে নি। তবে এই গুহায় গুহায় এক সময় মানুষ বসবাস করতো, তা বুঝতে পেরেছিলেন। এর অনেক পরে ২০০৯ খ্রিষ্টাব্দে কিছু স্থানীয় অপেশাদার গুহা-অনুসন্ধানকারী দল এখানে প্রথম গুহাচিত্রের সন্ধান পান। তবে এই গুহাচিত্র সম্পর্কে বাইরের দুনিয়ার কেউ জানতে পারেন নি। ২০১০ খ্রিষ্টাব্দে ফরাসি গবেষকরা এই গুহাচিত্র গুলো পরীক্ষা করেন।

ফরাসি বিশেষজ্ঞদের গবেষণার সূত্রে জানা যায়, প্রায় ৩০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই ছবিগুলো আঁকা হয়েছিল। এই ছবিগুলো আঁকা হয়েছিল কয়লা দিয়ে। এছাড়া পাওয়া গেছে দুটি খোদাই চিত্র। এখানকার ছবিগুলোর বিষয়বস্তু হলো নানা ধরনের প্রাণীর পূর্ণ বা আংশিক চিত্র। এর ভিতরে রয়েছে বাইসন,ভল্লকুকের মাথা, গণ্ডার, কিছু অচেনা প্রাণী, নারীর চিত্র। এসকল ছবির অনেকগুলোই ক্ষতিগ্রস্থ হয়েছে গুহা-বাদুরের দ্বারা। এখানে কোনো হাতের ছাপ পাওয়া যায় নি।
 


সূত্র: