ক্রো-ম্যাগনন-এর পার্শ্ব ভাগ | ক্রো-ম্যাগনন-এর সম্মুখভাগ |
ধারণা করা হয় প্রায় সাড়ে তিন লক্ষ বৎসর আগে প্রাইমেট বর্গের অন্তর্গত হোমিনিডি গোত্রের হোমোগণের অন্তর্গত Homo sapiens এর আবির্ভাব ঘটেছিল আফ্রিকার মরোক্কোর জেবেল ইর্হৌদ (Jebel Irhoud) -তে। এদেরকেই বর্তমানে আধুনিক মানুষ হিসেবে বিবেচনা করা হয়। এদেরই একটি দল ২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে দিকে আফ্রিকার ইথিওপিয়া অঞ্চলে চলে এসেছিল। এরপর এরা ধীরে ধীরে আফ্রিকা থেকে ইউরেশিয়ার দিকে চল আসে। এদের যে অংশটি ইউরোপে প্রবেশ করেছিল, তাদের একটি অংশ হলো- ক্রো-ম্যাগনান। ধারণা করা হয় ক্রো-ম্যাগনান-রা খ্রিষ্টপূর্ব ৪৩০০০-৩৭০০০ অব্দের ভিতরে ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল প্রাথমিক পর্যায়ে এরা তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে বসতিস্থাপন করেছিল। পরবর্তী ১৫০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এরা ইউরোপের স্পেন, ফ্রান্স, অস্ট্রিয়া, হাঙ্গেরি, রুমানিয়া, ক্রোয়েশিয়া, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করেছিল। সভ্যতার ক্রমবিকাশের ধারায় এরা তাদের শিকারের পাথুরে অস্ত্র, গৃহস্থালী কাজের জন্য পাথুরে যন্ত্রপাতির উন্নতি করেছিল। এরা পাথর ও ম্যামোথের দাঁত ও হাড় খোদাই করে মানুষ ও অন্যান্য প্রাণীর মূর্তি নির্মাণ করা শিখেছিল। বিশেষ করে হাতির দাঁত এবং হরিণের শিং-এ অল্পবিস্তর রিলিফের সাহায্যে চিত্র তৈরি করা শিখেছিল। সম্ভবত এরা নিয়ানডার্থালদের মতো সঙ্গীত চর্চা করতো। অবশ্য এদের আবাসস্থল থেকে সঙ্গীতের সাথে সম্পর্কিত বস্তুবাচক কোনো নমুনা পাওয়া যায় নি। এরা সহজাত প্রবৃত্তিতে আগুনের ব্যবহার শিখেছিল। সামগ্রিকভাবে ইউরোপে আগত ক্রো-ম্যাগনানদের সাংস্কৃতিক বিকাশ ঘটেছিল চারটি পর্যায়ে। এই পর্যায় চারটি হলো-
- অরিগ্ন্যাসিয়ান সভ্যতা: ব্যাপ্তীকাল ৪০ থেকে ২৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দ।
- গ্রাভিটিয়ান সভ্যতা: ব্যাপ্তীকাল ২৫ থেকে ২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দ।
- সোলুট্রিয়ান সভ্যতা: ব্যাপ্তীকাল ২০ থেকে ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দ।
- ম্যাডালেনিয়ান সভ্যতা : ব্যাপ্তীকাল ১৫ থেকে ৮ হাজার খ্রিষ্টপূর্বাব্দ।