সোলুট্রিয়ান সভ্যতা
Solutrean Civilization
ব্যাপ্তীকাল ২০ থেকে ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দ।

ক্রো-ম্যাগনান নামক আদিম মনুষ্য জাতির দ্বারা সৃষ্ট সভ্যতার তৃতীয় স্তর হলো- সোলুট্রিয়ান সভ্যতা। ২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দে গ্রাভিটিয়ান সভ্যতার শেষে এই সভ্যতার উদ্ভব হয়েছিল। পূর্ব ফ্রান্সের বোর্গোগ্নে অঞ্চলের সোলিট্র্র অঞ্চলে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক উপকরণ প্রাপ্তির সূত্রে এই সভ্যতার নামকরণ করা হয়েছে।

এরা চকমকি পাথর দিয়ে উন্নতর অস্ত্র তৈরি করার কৌশল আয়ত্ত করেছিল। ধারালো ও শক্ত অস্ত্রের আঘাতে এরা অতিকায় এবং প্রাণী হিংস্র প্রাণী শিকার করতে পারতো। এদের গুহায় পাওয়া গেছে বিশালাকার হাতির অস্থি। এ ছাড়া এদের শিকারের তালিকায় ছিল গণ্ডার, সিংহ, ভল্লুক, ঘোড়া ইত্যাদি। সম্ভবত বন্যপশুদের পোষ মানানো শুরু হয়েছিল এই সময় থেকে।

এই সময় শেষ বরফযুগের আবির্ভাব হয়েছিল। এই বরফযুগ ছিল ২০ থেকে ১৭ হাজার খ্রিষ্টপূর্বাব্দ। এই সময়ে এদের পাশাপাশি বাস করতো
হোমো নিয়ানডার্থালেনসিস'দের বড় বড় দল। বরফযুগের শীতের তীব্রতায় এরা ১৭ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে প্রায় বিলীন হয়ে গিয়েছিল।

এই সভ্যতার শিল্পকর্ম