গ্রাভিটিয়ান সভ্যতা
Gravettian Civilization
ক্রো-ম্যাগনান নামক আদিম মনুষ্য জাতির দ্বারা সৃষ্ট সভ্যতার দ্বিতীয় স্তর হলো- গ্রাভিটিয়ান
সভ্যতা।
উল্লেখ্য,
ক্রো-ম্যাগনানদের আদি সভ্যতাকে
অরিগ্ন্যাসিয়ান সভ্যতা
নামে অভিহিত করা হয়েছে। গ্রাভিটিয়ান সভ্যতার বিকাশকাল ধরা হয় খ্রিষ্টপূর্ব ২৫-২০
হাজার খ্রিষ্টপূর্বাব্দ।
এদের আদিম জনগোষ্ঠী দক্ষিণ রাশিয়া ও মধ্য ইউরোপে বসবাস করতো। পরে এদের অন্যতম
বিচরণক্ষেত্র হয়ে উঠেছিল ইতালি, ফ্রান্স ও স্পেনের পারবত্য এলাকাসমূহ। এদের কিছু
কিছু সদস্য আবদ্ধ গুহা ত্যাগ করে নদীর তীরে খোলা জায়গায় ঘর তৈরি করার কৌশল আয়ত্ত
করেছিল। এদের গৃহ-নির্মাণের উপকরণ ছিল কাঠ, শন, বাঁশ, লতাপাতা, কাদা মাটি ইত্যাদি।
এই সভ্যতায় মানুষ চকমকি পাথরের
(flint)
দিয়ে উন্নতর অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিল। এই স্তরে এসে এরা গুহার গায়ে চিত্র
অঙ্কন রপ্ত করেছিল। এরা আগের সভ্যতার সদস্যদের মতই পাথর ও ম্যামোথের হাড়, হরিণের
শিঙ ইত্যাদির উপর খোদাই করা নকশা অঙ্কন করতো এছাড়া এরা মাটির উপর নকশা যুক্ত
ফলক বা টেরাকোটা তৈরির কৌশল আয়ত্ত করেছিল। এদের প্রধান দেবী
ছিলেন মাতৃদেবী। কারণ এই সভ্যতায় এই দেবীর বেশ কিছু মূর্তি পাওয়া গিয়েছে।
এগুলোকে সাধারণভাবে
ভেনাস নামে অভিহত করা হয়।
গ্রাভিটিয়ান সভ্যতা'র শিল্পকর্মের তালিকা
ভেনাস মূর্তি
জারায়িস্ক ভেনাস:
২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ক্রো-ম্যাগনানদের দ্বিতীয় স্তরের গ্রাভিটিয়ান সভ্যতার রাশিয়ায়
প্রাপ্ত ভেনাস।
মাল্টা ভেনাস : ২০ হাজার
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ক্রো-ম্যাগনানদের দ্বিতীয় স্তরের গ্রাভিটিয়ান সভ্যতার রাশিয়ার
সাইবেরিয়া অঞ্চলের ভেনাস।