ব্রাসেম্পোয়ি'র ভেনাস
(Venus of Brassempouy)
হাতির দাঁত খোদাই করে তৈরি করা নারীমূর্তি। ধারণা করা হয়,
ক্রো-ম্যাগনানদের
দ্বিতীয়
স্তরের
গ্রাভিটিয়ান
সভ্যতার
প্রায়
২৩ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ম্যমোথের দাঁতের উপর নকশা করে এটি তৈরি হয়েছিল। ১৮৯২ খ্রিষ্টাব্দে এটি পাওয়া
গিয়েছিল দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের
ব্রাসেম্পোয়ি অঞ্চলে।
এর মাথার উচ্চতা ৩.৬৫ সেন্টিমিটার, ২.২ সেন্টমিটার গভীর এবং ১.৯ সেন্টিমিটার প্রস্থ।
হাড়ের উপর রিলিফ কাজের মাধ্যমে কপাল, নাক, ভ্রূ ফুটিয়ে তোলা হয়েছে। আর মাথার চুল
ঢেকে রাখা হয়েছে, জ্যামিতিক নকশায় আঁকা আবরণ দিয়ে। মূর্তিটি গালের অংশে ফাটল লক্ষ্য
করা যায়। তবে গলা এবং গাল বেশ মশৃণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
এই বিশেষ মূর্তি
তৈরির পিছনে শিল্পী তৈরি করেছিলেন, পরম ভক্তিতে। সম্ভবত ক্রো-ম্যাগনানদের ভিতরে
প্রথাগতভাবে উর্বরতা, যৌনতা, সন্তান ইত্যাদির জন্য নারী মূর্তির পূজা প্রচলিত ছিল।
এই মূর্তিটিও হয়তো এই একই উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল।