মোন্পাজিয়ে'র ভেনাস  
(Venus of Monpazie)


পাথর খোদাই করে তৈরি করা নারীমূর্তি। ধারণা করা হয়, গ্রাভিটিয়ান
সভ্যতার প্রায় ২৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এটি তৈরি হয়েছিল। ১৯৭০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে এটি পাওয়া গিয়েছিল ফ্রান্সের ডোর্ডোগ্নে অঞ্চলের মোন্পাজিয়ে শহরের নিকটে।

এর মাথার উচ্চতা ৫.৬ সেন্টিমিটার। ১.৬ সেন্টিমিটার দৈর্ঘ্যএবং ১.৪ প্রস্থের এই মূর্তিটি তৈরি করা হয়েছিল লিমোনাইট পাথর খোদাই করে। এর রঙ চকলেট-বাদামি। কিন্তু মাথা এবং পায়ের পিছনভাগ হলুদাভ।

ক্রো-ম্যাগনানদের ভিতরে প্রথাগতভাবে উর্বরতা, যৌনতা, সন্তান ইত্যাদির জন্য নারী মূর্তির পূজা প্রচলিত ছিল এবং সম্ভবত এই সূত্রে সৃষ্টি হয়েছিল এই ভেনাসের। এই মূর্তিতে দেখা যায় বিশাল স্তন্য, স্ফীত উদর, বেশ ভারি শরীর এবং বিশেষভাবে যোনীমুখকে দেখানো হয়েছে। এই দিক থেকে 
উইলেন্ডোর্ফের ভেনাস, ডোলনি ভেস্টোনিসের ভেনাস, হোহলে ফেল্স ভেনাস ইত্যাদির সাথে বেশ মিল রয়েছে।

ূত্র:
https://www.donsmaps.com/monpazier.html
http://www.visual-arts-cork.com/prehistoric/venus-of-monpazier.htm