ডোল্নি
ভেস্টোনিসের ভেনাস
(Venus of Dolni Vestonice)
প্রাচীনতম টেরাকোটা-ভাস্কর্য।
ক্রো-ম্যাগনানদের
দ্বিতীয়
স্তরের
গ্রাভিটিয়ান
সভ্যতার
শুরুর দিকে অর্থাৎ ২৬ থেকে ২৪ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এটি তৈরি হয়েছিল।
১৯২৫ খ্রিষ্টাব্দের জুলাই মাসের শেষের দিকে চেকোস্লোভাকিয়ার মোরাভিয়া অঞ্চলে মাটির
নিচ থেকে বহু মাটির মূর্তির সাথে এই ভাস্কর্যটির দুটি টুকরো পাওয়া গিয়েছিল। এর
উচ্চতা ৪.৪ ইঞ্চি এবং ১.৭ ইঞ্চি প্রস্থ। মাটির সাথে হাড়ের গুড়ো মিশিয়ে এই
ভাষ্কর্যটি তৈরি করার পর, অল্প তাপমাত্রায় (প্রায় ৭০০ ডিগ্রি সেন্টিগ্রেড) পোড়ানো
হয়েছিল।
এই সময়ের অন্যান্য ভেনাসের মূর্তির মতো, এই মূর্তিটিতে দেখা যায়
বিশালাকারের স্তন, নিতম্ব এবং উদর চোখে পড়ার
মতো। এর সম্মুখভাগে যোনীচিহ্ন স্পষ্ট দেখানো হয়েছে।
ধারণা করা হয়, এই নারী মূর্তিটি ছিল উর্বরতার প্রতীক এবং মাতৃদেবী। হয়তো এই মূর্তিটি
যৌনতা, সন্তান, ফসল ইত্যাদির অধিকর্তী দেবী হিসাবে পূজিতা হতো।