উইলেন্ডোর্ফ ভেনাস
(Venus of Willendorf)
ক্রো-ম্যাগনানদের
দ্বিতীয়
স্তরের
গ্রাভিটিয়ান
সভ্যতার
শুরুর দিকে নির্মিত
একটি
নারীমূর্তি।
হলদে
চুনাপাথরের দ্বারা নির্মিত
এই মূর্তিটি তৈরি হয়েছিল
প্রায় ২৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
১৯০৮ খ্রিষ্টাব্দের ৭ই আগষ্ট অস্ট্রিয়ার প্রত্ন-কর্মী জোসেফ যোম্বাথি অস্টিয়ার
নিম্নভাগের
গ্রাভিটিয়ান
সভ্যতা-ক্ষেত্রের
ক্রেম্স
নগরীর কাছে
এই মূর্তিটি খুঁজে পান।
উল্লেখ্য স্থানট উইলেন্ডোর্ফ প্রস্তরযুগের অংশ হিসেবে, এই মূর্তিটির নাম রাখা
হয়েছিল উইলেন্ডোর্ফের ভেনাস।
মূর্তিটি উচ্চতা প্রায় ১১ সেন্টিমিটার, প্রস্থ ৪ সেন্টিমিটার। ওজন ১০ গ্রাম।
মূর্তিটি মুখমণ্ডলে বিস্তারিত নাক-মুখ-চোখ ইত্যাদি সৃষ্টি করা হয় নি। মাথায় আবৃত
থাকায় চুলের অস্তিত্ব চোখে পড়ে না। তবে বিশালাকারের স্তন, নিতম্ব এবং উদর চোখে পড়ার
মতো। এর সম্মুখভাগে যোনীচিহ্ন স্পষ্ট দেখানো হয়েছে।
ধারণা করা হয়, এই নারী মূর্তিটি ছিল উর্বরতার প্রতীক এবং মাতৃদেবী। হয়তো এই মূর্তিটি
যৌনতা, সন্তান, ফসল ইত্যাদির অধিকর্তী হিসাবে পূজিতা হতো।