হোহলে ফেল্স ভেনাস
(Venus of Hohle Fels)


ক্রো-ম্যাগনানের সৃষ্ট হাতির দাঁতের উপর খোদিত আদিম মাতৃদেবী। ধারণা করা হয়, ক্রো-ম্যাগনানরা এই দেবীকে পূজা করতো উর্বরতার দেবী হিসেব।

খ্রিষ্টপূর্ব ৪০ থেকে ৩০ হাজার অব্দের ভিতরে এদের একটি দল আফ্রিকা থেকে প্রথমে প্রবেশ করেছিল তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে। পরবর্তী ১৫০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এরা ইউরোপের স্পেন, ফ্রান্স, অস্ট্রিয়া, হাঙ্গেরি, রুমানিয়া, ক্রোয়েশিয়া প্রভৃতি অঞ্চলে বসতি স্থাপন করেছিল। হোমো স্যাপিয়েন্স তথা আধুনিক মানব গোষ্ঠীর ক্রো-ম্যাগনান নামক এই আদি দলটির দ্বারা সৃষ্টি হয়েছিল অরিগ্নাসিয়ান সভ্যতার (Aurignacian Civilization) । হোহলে ফেল্সের ভেনাস এদের তৈরি একটি ভাস্কর্য।

২০০৮ খ্রিষ্টাব্দের জার্মানির
Schelklingen-এর নিকটে Hohle Fels গুহায় এই মাতৃমূর্তিটি পাওয়া গিয়েছে। ধারণা করা হয়, ক্রো-ম্যাগনানরা ৪০ থেকে ৩০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই মাতৃমূর্তিটি তৈরি হয়েছিল। ম্যামোথ  দাঁত দিয়ে তৈরি এই মূর্তিটিতে বিশাল স্তন ও উদর ফুটিয়ে তোলা হয়েছে। তবে এর মাথার স্থানে রয়েছে আঙটির মতো বলয়। এছাড়া এর বাম বাহু ও কাঁধও ভাঙা ছিল। এর উচ্চতা ২.৪ ইঞ্চি।