কুসাক গুহা খোদাইচিত্র
Cussac Cave Engravings
খ্রিষ্টপূর্ব ২৫ হাজার অব্দের দিকে
ক্রো-ম্যাগনানদের দ্বারা পর্বতগুহায় খোদাইকৃত চিত্রকর্ম।
ফ্রান্সের ডোর্ডোগ্নে নদীর-উপত্যাকায় কুসাক গুহায় ১৯৫০ থেকে ২০০০ খ্রিষ্টাব্দের এই চিত্রকর্মগুলো আবিষ্কৃত হয়েছে।
ক্রো-ম্যাগনানদের সভ্যতার দ্বিতীয় পর্যায় অর্থাৎ
গ্র্যাভেট্টিয়ান সভ্যতার (২৫-২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দ)
শুরুর দিকে এই চিত্রকর্মগুলো অঙ্কিত হয়েছিল। এই চিত্রকর্মকে
ফ্রাঙ্কো-ক্যন্টাবেরিয়ান গুহাচিত্রের ভিতরে ফেলা হয়।
এই গুহার প্রধান কক্ষটি প্রায় ১০ মিটার দীর্ঘ এবং প্রায় ১০-১৫ ফুট চওড়া। ছাদের গড় উচ্চতা প্রায় ১২ ফুট। এই কক্ষে রয়েছে
দুটি শাখা। উভয় শাখা কক্ষে পাওয়া গেছে ঘোড়া, বাইসন, পাখি, মাছের মতো দেখতে এমন প্রাণী
উর্বরতা বা প্রজননের চিহ্ন হিসেবে যোনি,
মাতৃরূপী নারী-অবয়ব ইত্যাদির খোদাইকৃত চিত্র।
এই গুহায় পাওয়া গেছে পাঁচটি মানুষের কঙ্কাল। সম্ভবত এগুলো এরা কবর দিয়েছিল।
মানুষের কঙ্কালের বয়স নিরূপণ করা হয়েছে প্রায় ২৩ হাজার খ্রিষ্টপূর্বাব্দ।
|
|
ঘোড়ার চিত্র |
বাইসন ও ঘোড়ার চিত্র |
|
|
মাতৃমূর্তি (ভেনাস) |
মাতৃচিহ্ন (ভেনাস) |
সূত্র: