গাগারিনো'র ভেনাস  
(Venus of Gagarino)


মোট আটি আগ্নেয়প্রস্তরে খোদাই-কৃত ৭টি নারীমূর্তি এবং ম্যামোথের দাঁতের যুগলমূর্তিকে একত্রে গাগারিনো ভেনাস হিসেবে উল্লেখ করা হয়। এই মূর্তিগুলো পাওয়া গিয়েছিল, রাশিয়ার ডন নদীর তীরে। উল্লেখ্য, এর কাছাকাছি স্থান থেকে পাওয়া গিয়েছিল
কোস্টেঙ্কি'র তিনটি ভেনাস। ধারণা করা হয়, ক্রো-ম্যাগনানদের দ্বিতীয় স্তরের গ্রািটিয়ান সভ্যতা প্রায় ২২-২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে তৈরি হয়েছিল।

১৯২৬-১৯২৯ খ্রিষ্টাব্দের ভিতরে রাশিয়ার ডন নদীর তীরে প্রত্নতাত্ত্বিক খননকাজ করা হয়েছিল। এই সূত্রে এখানকার একজন কৃষক এখানে প্রাচীন ঘরের নিদর্শন খুঁজে পান। এরপর গবেষকদল খনন কাজ শুরু করেন। এখানে গবেষকদল খুঁজে পান, ম্যামোথ, গণ্ডারের বড় বড় হাড়। এছাড়া খুঁজে পাওয়া যায় পাথুরে যন্ত্রপাতি এবং ৮টি ভেনাসের মূর্তি। নিচে ভেনাসের মূর্তিগুলোর নমুনা দেখানো হলো।

গাগারিনো ভেনাস-১
আনুমানিক ২৩০০০ খ্রিষ্টপূর্বাব্দে মূর্তিটি তৈরি হয়েছিল। এর উচ্চতা ৫৮ মিমি

গাগারিনো ভেনাস-২
আনুমানিক ২২০০০-২০০০০ খ্রিষ্টপূর্বাব্দে মূর্তিটি তৈরি হয়েছিল।
 
গাগারিনো ভেনাস-৩ ও ৪
আনুমানিক ২২০০০-২০০০০ খ্রিষ্টপূর্বাব্দে মূর্তি দুটি তৈরি হয়েছিল। লক্ষ্যণীয় বিষয় হলো- এই মূর্তি ২টির দুটি হাত সম্মুখে নমস্কারের ভঙ্গীতে রয়েছে।

 

গাগারিনো ভেনাস-৫
আনুমানিক ২২০০০-২০০০০ খ্রিষ্টপূর্বাব্দে মূর্তিটি তৈরি হয়েছিল। এই মূর্তিটির স্তনের নিম্নাঞ্চলে বস্ত্র দ্বারা আবৃত রয়েছে।

গাগারিনো ভেনাস-৬
আনুমানিক ২২০০০-২০০০০ খ্রিষ্টপূর্বাব্দে মূর্তিটি তৈরি হয়েছিল। ক্ষীণদেহী ভেনাস নামে খ্যাত। কারণ অন্যান্য ভেনাসের তুলনায় এর দেহ স্থূল নয়। এই ভেনাসের উচ্চতা ৭.৫ সেন্টিমিটার।
গাগারিনো ভেনাস-৭
আনুমানিক ২২০০০-২০০০০ খ্রিষ্টপূর্বাব্দে মূর্তি দুটি তৈরি হয়েছিল।
দীর্ঘাঙ্গী ভেনাস নামে খ্যাত। কারণ অন্যান্য ভেনাসের তুলনায় উচ্চতা অনেক বেশি। এই ভেনাসের উচ্চতা ১৬  সেন্টিমিটার, দৈর্ঘ্য ৩ সেন্টিমিটার এবং   প্রস্থ ১১ মিমি।

 

 

গাগারিনো ভেনাস-৮
এটি দুটি মূর্তি। পরস্পরের মাথার সাথে যুক্ত এবং পদযুগল বিপরীতদিকে প্রসারিত। এই মূর্তি দুটির লম্বাটি পুরুষের এবং খাটোটি নারীর। এটি ম্যামোথের দাঁত কেটে তৈরি করা হয়েছিল। তবে কাজটি অসম্পূর্ণ ছিল।



ূত্র:
https://www.donsmaps.com/gagarino.html