কোস্টেঙ্কি'র ভেনাস  
(Venus of Kostenki)


রাশিয়ায় প্রাপ্ত ম্যামোথের দাঁত খোদাই করে তৈরি করা নারীমূর্তিসমূহের সাধারণ  নামক। ধারণা করা হয়,
ক্রো-ম্যাগনানদের দ্বিতীয় স্তরের গ্রাভিটিয়ান সভ্যতার প্রায় ৩০-২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ম্যামোথের দাঁত কেটেকুটে এগুলো তৈরি করা হয়েছিল।

উল্লেখ্য, রাশিয়ার ডন নদীর তীরে প্রস্তরযুগের মানুষ আবাস গড়ে তুলেছিল। এই নদীর তীরে কোস্টেঙ্কি অঞ্চলের বিভিন্ন স্থানে পাওয়া গেছে বহু পাথুরে যন্ত্রপাতি এবং একাধিক ভেনাসের  মূর্তি।

কোস্টেঙ্কির ভেনাস -১: ম্যামোথের দাঁতের তৈরি এই ভেনাসটি ৩০-২৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল।  এই মূর্তিটির উচ্চতা প্রায় ১১ ইঞ্চি।  মূর্তিটতে রয়েছে ঝুলন্ত স্তন, ভারি উদর ও নিতম্ব। ভারি উদর দেখে অনুমান করা যায়, এটি একটি গর্ভবতীর মূর্তি। খনন কাজের সময় স্তনের উপরিভাগ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। এই মূর্তিটির পরনে স্কার্ট জাতীয় পোশাক ছিল বলে ধারণা করা হয়ে থাকে। সম্ভবত এই মূর্তিটি প্রজনন, প্রেম ও উর্বরতার দেবী ছিল।


চুনাপাথরের ভেনাস -২:
এই মূর্তিটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ১৯৮৮ খ্রিষ্টাব্দে এই শিল্পকর্মটি পাওয়া গিয়েছে।  ধারণা করা হয়, মূর্তিটি তৈরি হয়েছিল প্রায় ২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে। মূর্তিটিতে দুটি হাত উদরের উপরে স্থাপিত। স্ফীত উদর ও নিতম্ব। উরুর মাঝামাঝি অংশ থেকে ভাঙা। আবার উদরের উপরের অংশটুকুও ভাঙা। কোমরে রয়েছে ব্রেসলেট। ভাঙা এই মূর্তিটির উচ্চতা প্রায় ১৩ সেন্টিমিটার (৫.৫ ইঞ্চি)। 
সম্ভবত এই মূর্তিটিও প্রজনন, প্রেম ও উর্বরতার দেবী ছিল।

ম্যামোথের দাঁতের ভেনাস -৩:
এই মূর্তিটি প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ১৯৩৬ খ্রিষ্টাব্দে এই মূর্তিটি আবিষ্কৃত হয়েছিল। ধারণা করা হয়, মূর্তিটি তৈরি হয়েছিল প্রায় ২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এর উচ্চতা প্রায় ১৪৪ মিমি। মূর্তিটিতে দুটি হাত উদরের উপরে স্থাপিত। স্ফীত উদর ও নিতম্ব। মাথার চুল কোনো আবরণ দ্বারা দৃঢ়ভাবে বাঁধা। সম্ভবত এই মূর্তিটিও প্রজনন, প্রেম ও উর্বরতার দেবী ছিল।
 



ূত্র:
https://www.donsmaps.com/lespuguevenus.html