আব্রি দু পোইজন গুহাচিত্র
Abri du Poisson Cave Art

খ্রিষ্টপূর্ব ২৩ হাজার অব্দের দিকেন ফ্রান্সে ক্রো-ম্যাগনানদেরদ্বারা অঙ্কিত গুহাচিত্র। এই সময়ে ক্রো-ম্যাগনান সভ্যতার গ্রাভিটিয়ান স্তরে ছিল। এই কারণে একে
গ্রাভিটিয়ান সভ্যতার চিত্রকর্ম হিসেবে অভিহিত করা হয়।

এটি হলো একটি সলমন মাছের রিলিফ চিত্রকর্ম। ১৮৬৩ খ্রিষ্টাব্দে এডোয়ার্ড লার্টেট ফ্রান্সের ভেজেরে উপত্যাকায় প্রত্বতাত্ত্বিক খনন কাজ শুরু করেছিলেন। এই আব্রি দু পোইজন গুহার সন্ধান পাওয়া যায়। ১৮৯২ খ্রিষ্টাব্দে এই অঞ্চল থেকে প্রত্নতাত্ত্বিক উপকরণ আবিষ্কার করেন পল গিরোদ। এই গুহায় পাওয়া সলমন মাছের রিলিফ চিত্রটি যথেষ্ঠ ভালো অবস্থায় পাওয়া গেছে।


সূত্র: