লাউসেল ভেনাস  
(Venus of Laussel )


এটি চুনাপাথর ভিত্তিক একটি রিলিফ মূর্তি। ধারণা করা হয়, ক্রো-ম্যাগনানদের দ্বিতীয় স্তরের
গ্রাভিটিয়ান সভ্যতার নারীমূর্তি। ১৯১১ খ্রিষ্টাব্দে ফ্রান্সের ডোর্ডোগোনে অঞ্চলে এই রিলিফটি পাওয়া গিয়েছিল। প্রায় ২৫-২৩ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই রিলিফ কাজটি করা হয়েছিল।

একটি পতিত চুনাপাথরের ব্লকের উপর এই রিলিফের কাজটি করা হয়েছিল। পরে লাল পিগমেন্ট দিয়ে রঙিন করা হয়েছিল। এই খোদিত মূর্তিটি উচ্চতা ৪৬ সেন্টিমিটার। এর এক হাতে রয়েছে বাইসনের শিঙ। যা ছিল শস্য সম্পদের প্রতীক। অন্য হাত রয়েছে তার স্ফীত উদরের উপরে। রয়েছে পরিপূর্ণ স্তন এবং উদরে নিম্নভাগে যোনী চিহ্ন।

এটি একটি প্রতীকী মূর্তি। হাতের বাইসনের সিং এবং নিম্ন উদর বরাবর হাতের স্থাপনের ভিতরে বিশেষ কোনো সঙ্কেত লুকিয়ে আছে।  সম্ভবত এটি  ছিল সেকালের মাতৃদেবীর  মূর্তি। এটি ছিল সম্পদ ও শস্য, উর্বরতা, প্রেম, সন্তান ইত্যাদির দেবী-মূর্তি।

এই চিত্রকর্মে অঙ্কিত নারীর হাতে রয়েছে একটি নাইসনের শিং। এই শিংটির ব্যাবহারিক উপযোগিতা নিয়ে নানা মতামত প্রচলিত আছে। কারো কারো মতে এটি একটি জলভর্তি শিং। মাতৃদেবী ভূমির উর্বরতার জন্য জল দান করেন, তাই জলভর্তি শিং ধারণ করে আছেন। কেউ কেউ মনে করেন এটি একটি বাদ্য যন্ত্র। এর ভিতরে ফুঁ দিয়ে দেবী শব্দ-সঙ্কেত সৃষ্টি করে মানুষকে সচেতন করে তুলতেন।

ূত্র:
https://www.donsmaps.com/lacornevenus.html

http://www.visual-arts-cork.com/prehistoric/venus-of-moravany.htm