আভ্‌ডিভো ভেনাস  
(Avdeevo Venuses)


রাশিয়ার আভ‌ডিভোতে প্রাপ্ত নারী মূর্তিসমূহের সাধারণ নাম।
ক্রো-ম্যাগনানদের দ্বিতীয় স্তরের গ্রািটিয়ান সভ্যতা প্রায় ২১-২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে তৈরি হয়েছিল। এই ভেনাসগুলো ম্যামোথের দাঁত খোদাই করে তৈরি করা হয়েছিল। এই অঞ্চলে অন্তত ১০টি ভেনাসের মূর্তি আবিষ্কৃত হয়েছিল। প্রাচীন ও নব্য পর্যায়ে এই মূর্তিগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছ। আভ‌ডিভোতে দুটি পর্যায়ে খনন করে যে মূর্তিগুলো পাওয়া গেছে, তাদের নাম  দেওয়া হয়েছে
প্রাচীন আভ‌ডিভো (আভ‌ডিভো-১) ও নব্য আভ‌ডিভো (আভ‌ডিভো-২)।

এর মূর্তিগুলোর ভিতরে ১টি হলো পুরুষমূর্তি। বাকিগুলো নারীমূর্তি। নিচে পর্যায়ক্রমে এই মূর্তিগুলোর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো।
 
আভ‌ডিভো ভেনাস ১ (প্রাচীন আভ‌ডিভো)
ম্যামোথের দাঁত খোদাইকৃত এই ভেনাসটি তৈরি হয়েছিল। এর উচ্চতা ১৪.৫ সেন্টিমিটার এবং প্রস্থ ৫ সেন্টিমিটার।

এটি তৈরি করা হয়েছিল ম্যামোথের দাঁতের প্রান্তীয় অংশ দিয়ে। পুরো মূর্তিটি বেশ স্থুল। এর উপরের অংশ এবং সম্মুখভাগ নষ্ট হয়ে গেছে। মূর্তিটি কাঁধের অংশ অপেক্ষাকৃত সরু। তবে এর কোমর বেশ প্রশস্ত।
আভ‌ডিভো ভেনাস ২: (প্রাচীন আভ‌ডিভো)
ম্যামোথের দাঁত খোদাইকৃত এই ভেনাসটি তৈরি হয়েছিল । ১৯৮১ খ্রিষ্টাব্দে এই মূর্তিটি আবিষ্কৃত হয়েছিল।

এর উচ্চতা ১২.৫ সেন্টিমিটার, প্রস্থ ৩.৬ সেন্টিমিটার এবং পুরুত্ব ৩.২ সেন্টিমিটার। এই মূর্তিটির কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে। এর মাথার অংশটি বেশ বড়। কাঁধের শুরুর অংশ একটি সরু। এর বক্ষ, কোমর অনেকটাই সরল।

এই মূর্তির ভিতরে যৌনতার আভাষ তেমন নেই। হাত দিয়ে এর যৌনাঙ্গ আবৃত এবং স্তন অনেকটা সমতল। নিতম্বও তৈরি করা হয়েছে অনকেটা সরলভাবে।
আভ‌ডিভো ভেনাস ৩: (প্রাচীন আভ‌ডিভো)
ম্যামোথের দাঁত খোদাইকৃত এই ভেনাসটি তৈরি হয়েছি।

এর উচ্চতা ৮.১ সেন্টিমিটার, প্রস্থ ৪.৩ সেন্টিমিটার এবং পুরুত্ব ৩.৫ সেন্টিমিটার। এই মূর্তিটি অসমাপ্ত অবস্থায় পাওয়া গেছে। তবে এর উপরের অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। বক্ষদেশের সম্মুখভাগ স্ফীত। সুস্পষ্টভাবে স্তনের অবয়ব পাওয়া যায় না। উদর সমতলভাবে কোমর পর্যন্ত নেমে এসেছে।
আভ‌ডিভো মূর্তি ৪: (নব্য আভ‌ডিভো)
যদিও এই মূর্তিটিকে ভেনাস হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি পুরুষ মূর্তি। ম্যামোথের দাঁত খোদাইকৃত এই মূর্তিটি তৈরি হয়েছিল। ১৯৮১ খ্রিষ্টাব্দে এই মূর্তিটি আবিষ্কৃত হয়েছিল।

এর উচ্চতা প্রায় ২১ সেন্টিমিটার, প্রস্থ ৬ সেন্টিমিটার। এর কাঁধ এবং কোমর প্রায় সমান। কোনো স্তনচিহ্ন নেই এবং পেট সমতল। 
আভ‌ডিভো ভেনাস ৫: (প্রাচীন আভ‌ডিভো)
ম্যামোথের দাঁত খোদাইকৃত এই নারীমূর্তিটি তৈরি হয়েছিল। এই মূর্তিটি অত্যন্ত মসৃণভাবে তৈরি হয়েছিল। এর উচ্চতা ১৬ সেন্টিমিটার এবং প্রস্থ ৩ সেন্টিমিটার।

অন্যান্য ভেনাস মূর্তির মতো এটি স্থূল নয়। এর ফলে মূর্তিটি বেশ লম্বা মনে হয়। মাথা বেশ গোলাকার। সুর গলা যা ঈষৎ ঢালু কাঁধের সাথে যুক্ত রয়েছে। হাত দুটো সমান্তরালভাবে নিচের দিকে প্রসারিত। উদর স্ফীত না হওয়ায়- ধরে নেওয়া হয় যে এটি কোনো গর্ভবতী নারী নয়। এর স্তন বেশ ঝুলন্ত। প্রায় সমতল উদরের নিচে  পিউবিক ত্রিভুজ বেশ স্পষ্টভাবে তৈরি করা হয়েছে। পিউবিক ত্রিভুজ এবং এবং উরুর বিভাজন ইংরেজি ওয়াই (Y) বর্ণের আকার ধারণ করেছে। চোখে পড়ার মতো ভারী নিতম্ব বা উরু তৈরি করা হয় নি।
 
আভ‌ডিভো ভেনাস ৬: (নব্য আভ‌ডিভো)
ম্যামোথের দাঁত খোদাইকৃত এই নারীমূর্তিটি তৈরি হয়েছিল। এর উচ্চতা ৯.৫ সেন্টিমিটার এবং প্রস্থ ৩ সেন্টিমিটার।

এর মাথা কিছুটা লম্বাটে। সুগঠিত কাঁধের উপর সামনের দিকে ঝুঁকে রয়েছে। হাত দুই পাশে সমান্তরালভাবে নামানো। হাতে রয়েছে ব্রেসলেট জাতীয় অলঙ্কার। ঝুলন্তু বিশাল স্তন উদর পর্যন্ত নেমে এসেছে। স্ফীত উদর দেখে ধারণা করা হয়, এই মূর্তিটি গর্ভবতী। এর নিতম্ব ও উদর স্ফীত। উদরে নিচ পিউবিক ত্রিভুজ স্পষ্টভাবে চোখে পড়ে।
আভ‌ডিভো ভেনাস ৭: (নব্য আভ‌ডিভো)
ম্যামোথের দাঁত খোদাইকৃত এই নারীমূর্তিটি তৈরি হয়েছিল। এর উচ্চতা ১০ সেন্টিমিটার এবং প্রস্থ ২ সেন্টিমিটার।

মূর্তিটির চোখ, নাক, ভ্রূ বেশ স্পষ্ট। মাথায় রয়েছে আবরণ। দৃষ্টি সম্মুখে নিবদ্ধ। ঝুলন্ত স্তন উদর পর্যন্ত নেমে এসেছে। এর হাতে ব্রেসলেট রয়েছে। উদর কিছুটা স্ফীত। কোমর ততটা সরু নয়। এর পদযুগলের বিন্যাস বেশ নানন্দনিক। সম্ভবত এটি সৌন্দর্যে মূর্তি হিসেবে তৈরি করা হয়েছিল। এই মূর্তির ভিতরে মাতৃত্ব বা যৌনতার ইঙ্গিত নেই।
আভ‌ডিভো ভেনাস ৮: (নব্য আভ‌ডিভো)
ম্যামোথের দাঁত খোদাইকৃত এই নারীমূর্তিটি তৈরি হয়েছিল। এর উচ্চতা ৯.৫ সেন্টিমিটার এবং প্রস্থ ২.৩ সেন্টিমিটার।

এই মূর্তিটির মাথা সামনের দিকে ঝুঁকে রয়েছে। এর গলা চমৎকারভাবে কাঁধের সাথে মিশে গেছে। দেহের উপরভাগ সরলভাবে নেমে এসেছে। ঝুলন্ত স্তন উদর পর্যন্ত নেমে এসেছে। এর হাতে রয়েছে ব্রেসলেট।

আভ‌ডিভো ভেনাস ৯: (প্রাচীন আভ‌ডিভো)
ম্যামোথের দাঁত খোদাইকৃত এই নারীমূর্তিটি তৈরি হয়েছিল। এর উচ্চতা ৯ সেন্টিমিটার এবং প্রস্থ ৩ সেন্টিমিটার।

এই মূর্তিটির মাথা কিছুটা সামানের দিকে ঝুঁকে রয়েছে। বিশাল স্তন, ভারী নিতম্ব এবং স্ফীত উদর চোখে মতো।
২৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে তৈরি অস্ট্রিয়ার উইলেন্ডোর্ফের ভেনাস-এর সাথে বেশ মিল পাওয়া যায়। এই মূর্তির হাঁটুর নিচ থেকে হারিয়ে গেছে। সম্ভবত এই মূর্তিটি তৈরির প্রাথমিক কাজ করার পর, সমাপ্তির কাজটুকু করা হয় নি।
 
আভ‌ডিভো ভেনাস ১০: (নব্য আভ‌ডিভো)
ম্যামোথের দাঁত খোদাইকৃত এই নারীমূর্তিটি তৈরি হয়েছিল। এর উচ্চতা ৮ সেন্টিমিটার এবং প্রস্থ ২.৩ সেন্টিমিটার। তবে এটি একটি বড় মূর্তির দুটি খণ্ডিত অংশের একত্রিত রূপ। প্রত্নতত্ত্ববিদের মতে এর উচ্চতা ছিল প্রায় ২০ সেন্টিমিটার। এর বিশালাকার স্তনের পাশ দিয়ে হাতের অগ্রভাগ দেখা যায়। হাতে রয়েছে ব্রেসলেট। এর নিচে গোলাকার উদর দেখা যায়। 
২৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে তৈরি অস্ট্রিয়ার উইলেন্ডোর্ফের ভেনাস-এর

সূত্র:
http://www.bradshawfoundation.com/sculpture/avdeevo_female_figurine2.php
http://www.visual-arts-cork.com/prehistoric/avdeevo-venuses.htm
https://www.donsmaps.com/avdeevo.html


ূত্র: