মোরাভানি'র ভেনাস  
(Venus of Moravany )


ম্যামোথের  দাঁত খোদাই করে তৈরি করা নারীমূর্তি। ধারণা করা হয়, ক্রো-ম্যাগনানদের দ্বিতীয় স্তরের গ্রাভিটিয়ান সভ্যতার নারীমূর্তি। প্রায় ২৪ থেকে ২২ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ম্যামোথের দাঁত কেটেকুটে এটি তৈরি হয়েছিল।

১৯৩৮ খ্রিষ্টাব্দে স্লোভাকিয়ার  মোরাভানি নামক গ্রামে এই মূর্তিটি পাওয়া গিয়েছিল। এর উচ্চতা ৭ সেন্টিমিটার। মূর্তিটির মাথা পাওয়া যায় নি। এর হাত এবং পায়ের নিম্নাংশ নেই। এর ভারি উরু নিতম্ব, স্ফীত উদর ও স্তন দেখে মনে হয়, এই মূর্তিটি ছিল  মাতৃদেবী। ক্রো-ম্যাগননদের সৃষ্ট অন্যান্য মাতৃদেবীর সকল বৈশিষ্ট্য এই মূর্তিতে পাওয়া যায়।


ূত্র:
https://www.donsmaps.com/ukrainevenus.html
http://www.visual-arts-cork.com/prehistoric/venus-of-moravany.htm