জারায়িস্ক ভেনাস  
(Zaraysk Venus)


রাশিয়ার জারায়িসজকে প্রাপ্ত নারী দুটি মূর্তিসমূহের সাধারণ নাম।
ক্রো-ম্যাগনানদের দ্বিতীয় স্তরের গ্রািটিয়ান সভ্যতা প্রায় ২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে তৈরি হয়েছিল। এই ভেনাসগুলো ম্যামোথের দাঁত খোদাই করে তৈরি করা হয়েছিল। এর উচ্চতা ১৬৬ মিমি। কাঁধের প্রস্থ ৪০ মিমি, কোমর ৫১মিমি, নিতম্ব ৫৫মিমি।

এই মূর্তিগুলো মসৃণ নয়। দেহ বেশ ভারি। সম্ভবত এই মূর্তিগুলো শিল্পী শেষ করেন নি।

সূত্র:
https://www.donsmaps.com/zaraysk.html
http://www.visual-arts-cork.com/prehistoric/zaraysk-venuses.htm