পিচ মার্লে গুহাচিত্র
Pech-Merle Cave Art

খ্রিষ্টপূর্ব ২৫ হাজার অব্দের দিকে  ফ্রান্সের পিচ মার্লে গুহায় ক্রো-ম্যাগনানদের দ্বারা অঙ্কিত গুহাচিত্র। এই সময়ে ক্রো-ম্যাগনান সভ্যতা
গ্রাভিটিয়ান স্তরে ছিল। এই কারণে একে গ্রাভিটিয়ান সভ্যতার চিত্রকর্ম হিসেবে অভিহিত করা হয়। অধিকাংশ ছবি ২৫ হাজার অব্দের দিকে অঙ্কিত হলেও কিছু ছবি ম্যাডালেনিয়ান স্তরে অঙ্কিত হয়েছিল।

এই সময় পৃথিবীতে চলছিল কোয়াটার্নারি বরফ যুগের শেষ হিমবাহ অধিযুগ (Last Glacial Period) । এর প্রভাবে স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চল ব্রিটেন, ইউরোপের মূল ভূখণ্ড, উত্তর-পশ্চিম এশিয়া বরফে ঢাকা পড়ে গিয়েছিল। এর এই প্রভাব ছিল ১৫,০০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময়ে ফ্রান্সের  দিকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে এই হিমবাহ অধিযুগ শেষ হয়ে যায়। এই সময়  ক্রো-ম্যাগনানদের একটি দল ফ্রান্সের পিচ মার্লে গুহায় আশ্রয় নিয়েছিল। এই সময় এদের এক বা একাধিক শিল্পী নানা রকম গুহাচিত্র অঙ্কন করেছিল। এ গুহাচিত্রে পাওয়া গেছে চিত্র-অশ্ব, হরিণ, মানুষের হাতের ছাপ ইত্যাদি। তবে এসব চিত্রে মানুষের মুখের সবকিছু ফুটিয়ে তোলা হয় নি।
 

চিত্র-অশ্ব

মানুষের হাতের ছাপ

 

াইসনের চিত্র

হরিণের চিত্র

http://64.130.23.120/prehistoric/pech-merle-cave-paintings.htm