সাভিগ্ন্যানো ভেনাস
(Venus of Savignano)


হাতির দাঁত খোদাই করে তৈরি করা নারীমূর্তি। ধারণা করা হয়,
ক্রো-ম্যাগনানদের দ্বিতীয় স্তরের গ্রািটিয়ান সভ্যতার প্রায় ২৪ হাজার খ্রিষ্টপূর্বাব্দের পাথর কেটে এটি তৈরি হয়েছিল। ১৯২৫ খ্রিষ্টাব্দে এটি পাওয়া গিয়েছিল ইতালির সাভিগ্ন্যানো সুল পুনারো অঞ্চলে। এই মূর্তিটি পাওয়া গিয়েছিল প্রায় ৪ ফুট মাটির নিচে।

এর মাথার উচ্চতা ২.২৫ সেন্টিমিটার, ৪৮ মিলিমিটার গভীর এবং ৫২ মিটারটিমিটার প্রস্থ। আর ওজন প্রায় আধ কেজি। এটি তৈরি হয়েছিল পাথরের হলুদাভ-সবুজ সর্পমণি দিয়ে।

এই মূর্তিটির মাথা কৌণিকভাবে উপরের দিকে প্রসারিত। দেখতে অনেকটা পিরামিডের চূড়ার মতো। ফলে এর কোনো কাঁধের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এর হাত রয়েছে ‌এমনটা বুঝা যায়, কিন্তু পূর্ণ হাতের নিদর্শন নেই। এরূপ পায়ের পাতা নেই। কিন্তু নিতম্ব, উরু এবং পায়ের পাতার উপরের অংশটুকু কৌণিক অবয়বে দেখা যায়। এর পাছা বেশ স্ফীত, ভারি উদর এবং স্তন রয়েছে।

ধারণা করা হয়, এই মূর্তিটি ছিল ক্রো-ম্যাগনানদের ভিতরে প্রথাগতভাবে উর্বরতা, যৌনতা, সন্তান ইত্যাদির দেবী। হয়তি মাতৃদেবী বা ধরি্ত্রীদেবী হিসেবে এই পূজিত হতো।

সূত্র:
https://www.donsmaps.com/savignanovenus.html