খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে কারলো রাড্ডাটো-র তৈরিকৃত মার্বেল ভাস্কর্য

ভেনাস
Venus

সাধারণভাবে রোমান দেবী হিসেবে সর্বাধিক পরিচিত। ধারণা করা হয়, এই শব্দটি প্রাক ইন্দো-ইরোপীয়ান শব্দ। প্রাচীন ল্যাটিন ভাষায় এই শব্দটি গৃহীত হয়েছিল wɛnʊs (wenos) শব্দ হিসেব। এই শব্দের অর্থ ছিল ইচ্ছা বা কামনা। পরবর্তী সময় এই শব্দটি ল্যাটিন ভাষায় ভালবাসা বা প্রেম অর্থে গৃহীত হয়েছিল। রোমান পৌরাণিক র্কাহিনিতে প্রেমের দেবী হিসেবে ভেনাস নামটি ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য গ্রিক দেবী এ্যাফ্রদাইতি -এর চরিত্র দ্বারা প্রভাবিত হয়ে এই রোমান দেবীর চরিত্র রচিত হয়েছিল। সেই কারণে অনেক সময় এই দুই দেবীকে পরস্পরের সমতূল্যা হিসেবে বিবেচনা করা হয়।

রোমান ভেনাস প্রেম, যৌনতা, সৌন্দর্য এবং উর্বর্তার দেবী। এই দেবীর ছিলেন দুইজন প্রেমিক। এর ভিতরে ভালকান ছিলেন তাঁর স্বামী এবং মার্স ছিলেন প্রেমিক। একবার ভেনাস তাঁর স্বামীকে লুকিয়ে মার্সের সাথে মিলিত হন। এই সময় ভালকান কৌশলে বিছানায় জাল দিয়ে হাতে নাতে ধরেছিলেন। প্রেমহীন এই বিবাহের সূত্রে ভালকান এবং ভেনাসের কোনো সন্তান হয় নি। তবে দেবতা ও মানবপুত্রদের সাথে মিলিত হওয়ার কারণে বেশ কয়েকটি সন্তান প্রসব করেছিলেন।

প্রাগৈতিহাসিক ভেনাস
মূলত বহু আগে থেকেই প্রেম, যৌনতা, সৌন্দর্য এবং উর্বর্তার দেবী  হিসেবে নারীমূর্তি  পূজিতা হয়েছে বিভিন্ন সভ্যতায়। ভাষা এবং সংস্কৃতির কারণে এই দেবী নানা নামে নানা ভাবে পূজিতা হয়েছে। এই সূত্রে ভেনাসের আদিম দশা ছিল মাতৃদেবী। এর শুরু হয়েছিল সম্ভবত প্রাগৈতিহাসিক হোমো গণের কতিপয় প্রজাতির আদিম ভাবনা থেকে। এই মাতৃদেবীর মূর্তির প্রতি ভক্তি বা পূজার সূচনা হয়েছিল সম্ভবত ৫ থেকে ৩ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে হোমো নিয়ানডার্থালেনসিস-দের আমল থেকে। হোমো ইরেক্টাসের ভিতরেও মাতৃদেবীর পূজা ছিল। এরপর এর মাতৃদেবীর পূজা ছড়িয়ে পড়েছিল ক্রো-ম্যাগনানদের মধ্যে। পর্বর্তী সময়ে এ সকল মূর্তিগুলোকে ভেনাস নামে অভিহিত হয়েছে। এখন পর্যন্ত আবিষ্কৃত ভেনাসের নমুনা-তালিকা নিচে তুলে ধরা হলো।