টান-টানের ভেনাস
(Venus of Tan-Tan)
প্রাগৈতিহাসিক আমলের ভাস্কর্য।
সম্ভবত আদি মাতৃদেবী হিসেবে এই মূরতিটি তৈরি হয়েছিল ৫ থেকে ৩ লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। স্ফটিক পাথরের নির্মিত এই মূর্তিটির উচ্চতা প্রায় ৬ ইঞ্চি, প্রস্থ প্রায়
২.৬ ইঞ্চি। ওজন প্রায় ১০ গ্রাম।
১৯৯৯ খ্রিষ্টাব্দে এই মূর্তিটি আবিষ্কার করেছিলেন জার্মানির প্রত্নতত্ত্ববিদ লুৎজ ফিয়েডলার (Lutz Fiedler)
।
মরক্কোর টান-টান নগর থেকে কিছু দূরে ড্রা নদীর তীরে এই মূর্তিটি তিনি পেয়েছিলেন। পরে টান-টান নগরের নামানুসারে
এর নামকরণ করেছিলেন টান-টান-এর ভেনাস।
অনেকে মনে করেন
নারীর দেহাবয়বের আদলে পাওয়া এই মূর্তিটি হয়তো প্রাকৃতিক কারণেই
সৃষ্টি হয়েছিল।
পরে
হোমো নিয়ানডার্থালেনসিস-রা এই প্রস্তরখণ্ডকে
সংস্কার করেছিল। সম্ভবত ভক্তিতে এরা
এর গায়ে লালচে রঙ করে চাকচিক্য আনার চেষ্টা করেছিল। এ
জন্য এরা এরা ব্যবহার করেছিল লৌহ এবং ম্যাঙ্গানিজ মিশ্রিত
লালচে রঙ। সম্ভবত এটাই ছিল আদিম মাতৃদেবীর মূর্তি।