কালো জেট পাথরের এই
মূর্তিটি ভেনাসের প্রতীকী রূপ।
ক্রো-ম্যাগনানদের
সভ্যতার শেষ পর্বে তৈরিকৃত এই মূর্তির সাথে
এঙ্গেন-পেটের্স্ফেলস ভেনাস ছাড়া
প্রথম দিকের মাতৃদেবীর মূর্তিগুলোর ভিতরে বড় ধরনে পার্থক্য লক্ষ্য করা যায়।
শুরুর দিকে পাওয়া ভেনাসের নারী-অঙ্গগুলো বিবর্ধিত করে প্রকাশ করা হয়েছে। সেই তুলনায়
এঙ্গেন-পেটের্স্ফেলস ভেনাস এবং মোনরুজের ভেনাসে সে রূপ অনেকটাই প্রতীকধর্মী।
সূত্র:
https://www.donsmaps.com/venusmonruz.html
http://www.visual-arts-cork.com/prehistoric/venus-of-monruz.htm