এঙ্গেন-পেটের্স্ফেলস ভেনাস  
(Venus of Engen-Petersfels)


ক্রো-ম্যাগনানদের তুর্থ স্তরের ম্যাডালেনিয়ান সভ্যতার প্রায়  ১৩ হাজার খ্রিষ্টপূর্বাব্দে কালো জেট পাথরের তৈরি ভেনাস। ১৯২০ খ্রিষ্টাব্দের দিকে জার্মানির এঙ্গেন অঞ্চলে অন্যান্য প্রত্ম-সামগ্রীর সাথে কিছু নারী মূর্তি পাওয়া যায়। এই মূর্তিগুলোই এঙ্গেন-পেটের্স্ফেলস ভেনাস নামে অভিহিত হয়ে থাকে।

ছোটো আকারের ভেনাসগুলোর ভিতরে সবচেয়ে বড়টির উচ্চতা মাত্রা ৪০মিমি (১.৫ ইঞ্চি)। এর নাম ভেনাস অফ এঙ্গেন
(Venus of Engen) অন্যান্য মূর্তিগুলো উচ্চতা ১৫-৩০ মিমি।


ূত্র:
https://www.donsmaps.com/petersfels.html