বেরেখাত রামের ভিনাস
(Venus of Berekhat Ram)


হোমো ইরেক্টাসের সৃষ্ট আদিম মাতৃদেবী। সম্ভবত ২,৩০,০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে আফ্রিকা থেকে আগত হোমো ইরেক্টাসরা, বর্তমান ইস্রায়ে অধিকৃত গোলন মালভূমির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত রাম হ্রদে কাছে বসতি স্থাপন করেছিল। এই অঞ্চলে পাওয়া গিয়েছিল এই নারী মূর্তির  ভাস্কর্য। বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন 'বেরেখাত রামের ভিনাস' (Venus of Berekhat Ram)

১৯৮১ খ্রিষ্টাব্দের গ্রীষ্মকালে গোলান মালভূমি থেকে, হিব্রু বিশ্ববিদ্যালয় অফ জেরুজালেম-এর প্রত্নতত্ত্ববিদ নামা গোরেন-ইনবার এই ভাস্কর্যটি আবিষ্কার করেছিলেন। এই মূর্তিটির উচ্চতা ৩৫ মিলিমিটার (
.৪ ইঞ্চি। একটি  অমসৃণ লালচে পাথরের টুকরো কেটে ছেঁটে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল।