রাম হ্রদ
Lake Ram
হিব্রু ভাষায়
এর নাম ব্রেখাত রাম। এর অর্থ হলো 'উচ্চ জলাশয়'। ধারণা করা হয় এই হ্রদের উৎপত্তি হয়ে
বিপুলাকারে অগ্ন্যুৎপাতের সূত্রে।
বর্তমান
ইস্রায়েল
অধিকৃত গোলন মালভূমির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি হ্রদ বিশেষ। এর জল-উৎস বৃষ্টি
এবং ভূগর্ভস্থ জলধারা। এই হ্রদে ভূ-উপরভাগের কোনো জলধারা পতিত হয় নি বা কোনো ঝর্না
বা নদী এই হ্রদ থেকে প্রবাহিত হয় না।
বর্তমানে এই হ্রদের পারে বসবাস করে আরবি ভাষাভাষী ড্রুজ ধর্মের মানুষ। হোমো
স্যাপিয়েন্সদের আগে এই অঞ্চলে বসবাস করতো
হোমো ইরেক্টাসদের একটি দল। প্রায় ২,৩০,০০০
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলে ইরেক্টাসরা বসতি স্থাপন করেছিল। এই অঞ্চলে
পাওয়া গেছে বিখ্যাত ভাস্কর্য 'ব্রেখাত রামের ভেনাস'। ১৯৮১ খ্রিষ্টাব্দের গ্রীষ্মকালে
গোলান মালভূমি থেকে, হিব্রু বিশ্ববিদ্যালয় অফ জেরুজালেম-এর প্রত্নতত্ত্ববিদ নামা
গোরেন-ইনবার এই ভাস্কর্যটি আবিষ্কার করেছিলেন। এটি ছিল একটি নারী মূর্তি।
হোমো ইরেক্টাসদের পরে এই অঞ্চল হোমো স্যাপিয়েন্সদের
অধিকারে চলে যায় এবং এদের হাতে এই অঞ্চলে ব্রোঞ্জ যুগের সূচনা হয়েছিল।