ম্যামোথের দাঁত খোদাই করে তৈরি করা নারীমূর্তি। ধারণা করা হয়,
ক্রো-ম্যাগনানদের তৃতীয়
স্তরের
সলুট্রিয়ান
সভ্যতার
প্রায়
১৪ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ম্যমোথের দাঁত কেটেকুটে এটি তৈরি হয়েছিল। ১৯৩০ খ্রিষ্টাব্দে এটি পাওয়া
গিয়েছিল রাশিয়ার সুডোস্ট নদীর তীরে- এলিসিভিচি প্রত্নক্ষেত্রে। মূলত দুটি ক্ষেত্রকে
একত্রে
এলিসিভিচি। ক্ষেত্র দুটিকে পৃথকভাবে চিহ্নিত করা হয় এলিসিভিচি -১ এবং
এলিসিভিচি ২ নামে।
এর মাথার উচ্চতা ১৫ সেন্টিমিটার। এই মূর্তিটি একজন তরুণীর। মূর্তিটিতে মাথা, হাত ও
পায়ের পাতা অবধি পাওয়া যায় নি। মূর্তিটির স্বাভাবিক স্তন,
সরু কোমর,
ভারি নিতম্ব এবং উরু ফুটিয়ে তোলা হয়েছে।
ক্রো-ম্যাগনানদের ভিতরে
প্রথাগতভাবে উর্বরতা, যৌনতা, সন্তান ইত্যাদির জন্য নারী মূর্তির পূজা প্রচলিত ছিল
এবং এই সূত্রে সৃষ্টি হয়েছিল ভেনাসের।ক্রো-ম্যাগনানদের
তৈরিকৃত ভেনাসের লক্ষ্য করা যায়, বিশাল স্তন্য, স্ফীত উদর এবং বেশ ভারি শরীর। যার
ভিতর দিয়ে মূলত মাতৃরূপটি দেখা যায়। এই সূত্রে প্রাপ্ত অন্যান্য ভেনাস, যেমন- উইলেন্ডোর্ফের ভেনাস,
ডোলনি ভেস্টোনিসের ভেনাস,হোহলে ফেল্স ভেনাসইত্যাদির ক্ষেত্রে
তেমনটি মনে হয়। কিন্তু এই মূর্তিটি
দেখে তেমনটা মনে হয় না। মূর্তিটির কোমর দেখে গবেষকরা মন্তব্য করেছেন যে, এই তরুণীর
সন্তান ধারণ বা প্রসব করেছে তেমনটি। মূর্তিটি কুমারী দেবী হলেও হতে পারে। কিম্বা
প্রেম বা যৌনতার প্রতীক হতে পারে। কিন্তু মাতৃত্ব, উর্বরতা ইত্যাদির দেবী নয়। হতে
পারে কোনো শিল্পী এই মূর্তিটি তাঁর প্রেয়সীর স্মরণে তৈরি করেছিলেন।