গালগেনবার্গ ভেনাস
(Venus of Galgenberg)
ক্রো-ম্যাগনানদের প্রাথমিক স্তরের অরিগ্নাসিয়ান সভ্যতার
মাঝামাঝি সময়ে নির্মিত
একটি
নৃত্যশীলা নারীমূর্তি।
সর্পমণির দ্বারানির্মিত
এই মূর্তিটি তৈরি হয়েছিল
প্রায় ৩০
হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
১৯৮৮ খ্রিষ্টাব্দের ২৩শে সেপ্টেম্বর অস্ট্রিয়ার স্টার্টজিং-এর নিকটবর্তী
গালগেনবার্গে এই মূর্তিটি আবিষ্কৃত হয়েছিল। এই প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে
ক্রো-ম্যাগনানদের
ব্যবহৃত
অসংখ্য ব্যবহার্য
জিনিসপত্র পাওয়া গেলেও, কোনো চিত্রকর্ম পাওয়া যায় নি। তবে অনুসন্ধানকারী দল সবুজ
সর্পমণির বেশ কিছু টুকরো খুঁজে পান। পরে এই টুকরোগুলো জোড়া দিয়ে একটি নারী মূর্তির
রূপ দিতে সক্ষম হন। এই মূর্তিটিই হলো গালগেনবার্গের ভেনাস।
মূর্তিটি উচ্চতা ৭.২ সেন্টিমিটার। ওজন ১০ গ্রাম। নৃত্যের ভঙ্গিমা দাঁড়ানো এই
মূর্তিটিকে, অস্ট্রিয়ান ব্যালে নৃত্যশিল্পী 'ফানি এলসসার-এর নামানুসার
নামকরণ করা হয়েছে 'ফানি'।