ম্যাগডালেনিয়ান সভ্যতা
Magdalenian Civilization
ব্যাপ্তীকাল ১৫ থেকে ৮ হাজার
খ্রিষ্টপূর্বাব্দ।
ক্রো-ম্যাগনান নামক আদিম মনুষ্য জাতির দ্বারা সৃষ্ট সভ্যতার চতুর্থ ও শেষ স্তর হলো- ম্যাগডালেনিয়ান সভ্যতা। ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে
সোলুট্রিয়ান সভ্যতা শেষে এই সভ্যতার উদ্ভব হয়েছিল।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অঞ্চলের লা ম্যাগডালেলেনিয়ান প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক উপকরণ প্রাপ্তির সূত্রে এই সভ্যতার নামকরণ করা হয়েছে।
এই সভ্যতায় মানুষ ভারি পাথুরে অস্ত্র পরিত্যাগ করে প্রাণীর শিং ও হাড় দিয়ে কার্যকর অস্ত্র ব্যবহার করা শুরু হয়েছিল। এর একটা
বিশেষ কারণও ছিল। ১৫ থেকে ১৩ হাজার খ্রিষ্টাব্দের ভিতরে বরফযুগ শীতল পরিবেশ দূর হয়ে গিয়েছিল। এর ফলে লোমশ হাতি এবং
অন্যান্য্য বিশালকার প্রাণীর বিলুপ্ত ঘটেছিল। এরপর যে সকল প্রাণী ছিল, তাদের শিকার করার জন্য ভারি অস্ত্রের প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল।
এসময় এদের প্রধান শিকারের উপযোগী প্রাণী ছিল নানা ধরনের হরিণ।
এরা ব্যবহার করতো হাড়ের তৈরি বর্ষা, হুকযুক্ত দণ্ড, ঝুরে দেওয়ার মতো পাথুরে পাত
ইত্যাদি।
এরা প্রাণীর হাড় দিয়ে নানা ধরনের শিল্পকর্ম সৃষ্টি করতে পারতো। এছাড়া পাহাড়ের গুহায়
অঙ্কন করেছিল প্রচুর ছবি।এই সভ্যতার চিত্রকর্ম
খ্রিষ্টপূর্ব ১০০০০ অব্দের শেষের দিকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। ফলে
বহু প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। ফলে মানুষের জীবনযাত্রারর ব্যাপক পরিবর্তন ঘটে।