ফ্রান্সের লেস কোম্বারেলস নামক গুহায় আঁকা চিত্রকরম। ধারণা করা হয়, এই গুহাচিত্রগুলো অঙ্কিত হয়েছিল খ্রিষ্টপূর্ব ১২,০০০
খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
উল্লেখ্য, প্রাগৈতিহাসিক
ক্রো-ম্যাগনান মানবগোষ্ঠী প্রায়
ম্যাডালেনিয়ান সভ্যতার
(১৫ থেকে ৮ হাজার খ্রিষ্টপূর্বাব্দ) মানুষ এই ছবিগুলো তৈরি করেছিল।
১৮৯২ খ্রিষ্টাব্দে গুহার প্রবেশমুখ আবিষ্কার করেছিলেন এমিলে
রিভিয়েরে। কিন্তু গুহাচিত্রগুলো ১৯০১ খ্রিষ্টাব্দে আবিষ্কার করেছিলেন বের্নিখ।
গুহাটির প্রায় ৩০০ মিটার (৯৮০ ফুট) দীর্ঘ এবং ১ মিটার (৩.৩ ফুট)
চওড়া। এই গুহায় পাওয়া গেছে প্রায় ৬০০ খোদাই এবং অঙ্কিতচিত্র। গুহাটির ৭০ মিটার গভীরে
পাওয়া গেছে প্রথম খোদিত চিত্রসমূহ। তবে এই চিত্রগুলো ততটা স্পষ্ট ভাবে প্রস্ফুটিত
নয়। তবে গুহার ১৬০ মিটার গভীরে প্রাপ্ত চিত্রগুলো স্পস্টভাবে পাওয়া গেছে।