ফ্রান্সের রিয়ুফিগ্ন্যাক নামক গুহায় আঁকা চিত্রকরম। ধারণা করা হয়, এই গুহাচিত্রগুলো অঙ্কিত হয়েছিল খ্রিষ্টপূর্ব ১১,০০০
খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
উল্লেখ্য, প্রাগৈতিহাসিক
ক্রো-ম্যাগনান মানবগোষ্ঠী প্রায়
ম্যাডালেনিয়ান সভ্যতার
(১৫ থেকে ৮ হাজার খ্রিষ্টপূর্বাব্দ) মানুষ এই ছবিগুলো তৈরি করেছিল।
এই গুহায় অঙ্কিত ছবির তালিকায় রয়েছে প্রাণী-অঙ্কনচিত্র, খোদাই
চিত্র, মানুষের অবয়ব, প্রতীকচিত্র, আঙুলের ছাপ। এই গুহায় রয়েছে ১৬০টি ম্যামোথ, ২৮টি
বাইসন, ১৫টি ঘোড়া, ১২ আইবেক্স, ১০টি পশমি গণ্ডার, ৬টি সাপ, ২টি বিড়াল, ১টি গুহা
ভল্লুক, ১টি হরিণ।