রিয়ুফিগ্ন্যাক গুহাচিত্র
Rouffignac cave art

ফ্রান্সের রিয়ুফিগ্ন্যাক নামক গুহায় আঁকা চিত্রকরম। ধারণা করা হয়, এই গুহাচিত্রগুলো অঙ্কিত হয়েছিল খ্রিষ্টপূর্ব ১১,০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে। উল্লেখ্য, প্রাগৈতিহাসিক ক্রো-ম্যাগনান মানবগোষ্ঠী প্রায় ম্যাডালেনিয়ান সভ্যতার (১৫ থেকে ৮ হাজার খ্রিষ্টপূর্বাব্দ) মানুষ এই ছবিগুলো তৈরি করেছিল।

এই গুহায় অঙ্কিত ছবির তালিকায় রয়েছে প্রাণী-অঙ্কনচিত্র, খোদাই চিত্র, মানুষের অবয়ব, প্রতীকচিত্র, আঙুলের ছাপ। এই গুহায় রয়েছে ১৬০টি ম্যামোথ, ২৮টি বাইসন, ১৫টি ঘোড়া, ১২ আইবেক্স, ১০টি পশমি গণ্ডার, ৬টি সাপ, ২টি বিড়াল, ১টি গুহা ভল্লুক, ১টি হরিণ।

 

সূত্র: