ক্যাপ ব্লাঙ্ক গুহাচিত্র
Cap Blanc Cave Art
ফ্রান্সের ক্যাপ ব্লাঙ্ক নামক গুহায় আঁকা চিত্রকরম। ধারণা করা হয়, উল্লেখ্য,
প্রাগৈতিহাসিক
ক্রো-ম্যাগনান মানবগোষ্ঠী প্রায়
ম্যাডালেনিয়ান সভ্যতার
শুরুর দিকে খ্রিষ্টপূর্ব ১৫,০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই চিত্রটি আঁকা
হয়েছিল।
এই গুহায় পাওয়া গেছে ১৪টি ঘোড়ার, ১৩টি বাইসন, ২টি গণ্ডার। এছাড়া
পাওয়া গেছে অজ্ঞাত প্রাণীর চিত্র। ছবিগুলোতে লাল পিগমেন্ট ব্যবহার করা হয়েছে।
সূত্র: