ডিয়েপক্লুফ চিত্র
Diepkloof paintings

দক্ষিণ আফ্রিকার নর্থ কেপ শহরের নিকটবর্তী ডিয়েপক্লুফ গুহায় প্রাপ্ত অস্ট্রিকের ডিমের খোলসের উপর অঙ্কিত চিত্র। ধারণা করা হয়, প্রায় ৬০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে চিত্রকর্ম করেছিল হোমো স্যাপিয়েন্সরা।

এই গুহায় পাওয়া গেছে ২৭০টি চিত্রকর্ম। সম্ভবত ২৫টি অস্ট্রিকের ডিমের খোলসের ভাঙা অংশে এই ছবিগুলো অঙ্কিত হয়েছিল। ছবিগুলোতে রয়েছে নানা ধরনের সাঙ্কেতিক চিহ্ন। এই চিহ্নগুলো দিয়ে কোনো বার্তা প্রকাশ করা হয়েছিল কিনা তা জানা যায় নি।  

উল্লেখ্য, প্রায় ৩.৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে হোমো স্যাপিয়েন্সরা মরোক্কোতে আবির্ভূত হওয়ার পর, ২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইথিওপিয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই সময়ের ভিতরে এদের জীবাশ্ম ছাড়া অন্য কোনো সৃজনশীল কাজের নমুনা পাওয়া যায় নি। পরবর্তী ১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এরা আফ্রিকার অভ্যন্তরে এবং আফ্রিকার বাইরে ইউরেশিয়ায় প্রবেশ করেছিল। আফ্রিকার ভিতরে ছড়িয়ে পড়া দলটির একাংশ ৬০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে দক্ষিণ আফ্রিকায় বসতি স্থাপন করেছিল। এদের একটি শাখা দক্ষিণ আফ্রিকার ডিয়েপক্লুফ গুহায় অঙ্কন করেছিল ডিয়েপক্লুফ চিত্রসমূহ