|
হাতের ছবি |
|
শুকরের ছবি |
মারোস গুহাচিত্র
Maros Cave paintings
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি
(Sulawesi)
দ্বীপের মারোস
(Maros)
-এ
প্রাপ্ত
গুহাচিত্র।
এই গুহার কাছে ডাচ প্রত্নতাত্ত্বিকরা ১৯৫০ খ্রিষ্টাব্দের দিকে কিছু খননকাজ চালিয়েছিলেন।
কিন্তু গুহার অভ্যন্তরে তাঁরা দৃষ্টি দেন নি। ১৯৭৩ খ্রিষ্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ গ্লোভার
প্রথম পাট্টাকারে গুহায় অনুসন্ধান চালান এবং গুহার গায়ে মানুষের হাতের ছাপ ও কিছু প্রাণীর
অঙ্কিত চিত্রের সন্ধান পান। বিজ্ঞানসম্মত উপায়ে নানা ধরণের পরীক্ষার পর ২০১১ খ্রিষ্টাব্দে,
এই চিত্রকর্মগুলোর অঙ্কনকাল সম্পর্কে ঘোষণা দেওয়া হয়। এই সূত্রে জানা যায় গুহাচিত্রগুলো অঙ্কন শুরু হয়েছিল
৪০ হাজার খ্রিষ্টপূর্বাব্দে।
২০১৫ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত গুহাচিত্রগুলোর ভিতরে মারোচ গুহচিত্রকেই প্রাচীনতম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
মারোস গুহাচিত্রের
সবগুলোর বয়স নিরুপণ করা যায় নি। কিছু ছবির বয়স বিবেচনা করা হয়েছে ২৭
হাজার খ্রিষ্টপূর্বাব্দ, আবার কিছু ছবির বয়স নিরুপিত হয়েছে প্রায়
৪০ হাজর খ্রিষ্টপূর্বাব্দ।
এই সূত্রে বলা যায়, এই গুহাচিত্রগুলো অঙ্কিত হয়েছিল বংশ বা শিষ্যপরম্পরায়।