বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ
Electromagnetic radiation

বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ হলো- এক প্রকার তরঙ্গধর্মী শক্তি। সংক্ষেপে একে বলা হয়- E-M radiation বা EMR। মূলত যখন কোনো বিদ্যুৎ আধান স্পন্দিত হলে বা ত্বরণগতি লাভ করে এবং ওই আধান থেকে একটি বিদ্যুৎশক্তিযুক্ত এবং চৌম্বক ক্ষেত্রবিশিষ্ট একটি তরঙ্গ উৎপন্ন হয় এবং তা বাইরে দিকে ধাবিত হয়। এই তরঙ্গকে বলা হয়  বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ বা বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গ বলা হয়।


বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণের প্রকৃতি নির্ধারণ করা হয় এর কম্পাঙ্ক এবং এর তরঙ্গ দৈর্ঘ্যের বিচারে নিচে একটি তালিকা তুলে ধরা হলো।

 

নাম তরঙ্গ দৈর্ঘ্য (মিটার) কম্পাঙ্ক (হার্টজ)
ফোটন ×১০-১৫ ১০২৩
গামা ×১০-১৪ ১০২২
গামা এবং রঞ্জন ×১০-১৩ ১০২১
রঞ্জন পজিট্রন বিনাশ ×১০-১২ ১০২০
নমনীয় রঞ্জন ×১০-১১ ১০১৯
রঞ্জন ও অতিবেগুনি ×১০-১০ ১০১৮
অতিবেগুনি ×১০-৯ ১০১৭
অতিবেগুনি ×১০-৮ ১০১৬
অবলোহিত ×১০-৬ ১০১৪
অবলোহিত ×১০-৫ ১০১৩
দূর- অবলোহিত ×১০-৪ ১০১২
মাইক্রোতরঙ্গ ×১০-৩ ১০১১
মাইক্রোতরঙ্গ রেডার ×১০-২ ১০১০
রেডার ×১০-১ ১০
টেলিভিশন, এমএম বেতার ১০
ক্ষুদ্র বেতার তরঙ্গ ৩০ ১০
এ এম বেতার তরঙ্গ ৩০০ ১০
দীর্ঘ বেতার তরঙ্গ ৩০০ ১০