দৃশ্যমান আলো
বিদ্যুৎ-চুম্বকীয় বর্ণালীর যে অংশ মানুষের চোখ শনাক্ত করতে পারে, তাকেই দৃশ্যমান আলো (
visible light) বলা হয়। সাধারণত মানুষের চোখ বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ electromagnetic radiation -এর ৩৯০ থেকে ৭৫০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শনাক্ত করতে পারে। শনাক্তকারী আলোর একপ্রান্তে রয়েছে বেগুনি আর অপর প্রান্তে আছে লাল। আলোকতরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের বিচারে যে সকল আলো মানুষ দেখতে পারে, তাদেরকে সাতটি প্রধান শ্রেণির অন্তর্ভুক্ত করে যে সঙ্কেত প্রকাশ করা হয়, তা হলো- বেনীআসহকলা। নিচে দৃশ্যমান আলোর প্রথাগত সাতটি আলোর নাম এবং এদের  কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের তালিকা দেওয়া হলো।
 

আলোর প্রথাগত নাম কম্পাঙ্ক
টেরাহার্টজ (
THz)
তরঙ্গদৈর্ঘ্য
(ন্যানোমিটার)
বেগুনী ৬৬৮-৭৮৯ ৩৮০-৪৫০
নীল ৬৩১-৬৬৮ ৪৫১-৪৭৫
আসমানি ৬০৬-৬৩০ ৪৭৬-৪৯৫
সবুজ ৫২৬-৬০৬ ৪৯৬-৫৭০
হলুদ ৫০৮-৫২৭ ৫৭১-৫৯০
কমলা ৪৮৪-৫০৯ ৫৯১-৬২০
লাল ৪০০-৪৮৪ ৬২১-৭৫০