NGC 2770
বনমার্জার (lynx) নক্ষত্রমণ্ডল-এর একটি কুণ্ডলিত গ্যালাক্সি এর কেন্দ্রীয় অংশ দণ্ডের মতো দেখায় এবং এর বাহুগুলো দৃঢ়ভাবে কেন্দ্রের সাথে যুক্ত রয়েছে। পৃথিবী থেকে এর দূরত্ব ৮,৮০,০০,০০০ আলোকবর্ষ।
 


বিষুবাংশ
(RA) :
০৯ ঘ ০৯মি ৩৩.৭ সেকেন্ড
বিষুবলম্ব

(
Dec) : +৩৩০৫ মি ‌০৫ সে

সম্প্রতি এই নক্ষত্রমণ্ডলে তিনটি অতিনবতারার সন্ধান পাওয়া গেছে। এই তারাগুলো হলো-
SN 1999eh, SN 2007uy, এবং SN 2008D
 


সূত্র : http://apod.nasa.gov/apod/ap080118.html

       http://en.wikipedia.org/wiki/NGC_2770