আবরণী কলা
প্রাণীদেহের প্রধান চার প্রকার কলা একটি হলো- আবরণী কলা  (Epithelial tissue)। এই কলা প্রাণীদেহের বাইরের এবং ভেতরের বিভিন্ন অঙ্গকে আবরিত করে রাখে। এ কলার কোষগুলি ঘনভাবে ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। এছাড়া এতে আন্তঃকোষীয় পদার্থের পরিমাণ কম থাকে এবং এতে কোনো রক্ত বাহিকা থাকে না। মূলত এই কলা দেহের অন্যান্য কলাকে সুরক্ষা প্রদান করে। অনেক ক্ষেত্রে ক্ষরণ. রেচন ও শোষণে সাহায্য করে। এছাড় এই কলা অনেক সময় উদ্দীপনা গ্রহণের কাজ করে থাকে।