কলা
জীবদেহের কার্যকরী অংশ বিশেষ। সাধারণত একগুচ্ছ কোষ একই উৎস থেকে সৃষ্টি হয়ে একটি সুনির্দিষ্ট কাজ করে থাকে তখন সেই কোষগুচ্ছকে কলা বলা হয়। বিভিন্ন ধরণের কলা নিয়ে তৈরি হয় অঙ্গ। যে সকল জীবদেহ একটি কোষ দিয়ে তৈরি হয়ে থাকে, তাদের দেহ কোনো কলা তৈরি হয় না। আবার পরিফেরা পর্বের জীবদেহে একাধিক কোষ থাকে, কিন্তু সকল কোষ গুচ্ছব্দ্ধ হয়ে একই কাজ করে না। তাই এদের দেহে কোনো কলা পাওয়া যায় না। বহুকোষী প্রাণী হিসেবে সিলেন্টারেট পর্বের প্রাণিদেহে সরল কলা দেখতে পাওয়া যায়। উচ্চতর প্রাণিদেহে নানা ধরনের কলা দেখতে পাওয়া যায়। কার্যকারিতার বিচারে এ সব কলাকে নানাভাগে ভাগ করা হয়ে থাকে। নিচে এর বিভাজনগুলো তুলে ধরা হলো-