এ কলা গ্রাহক অঙ্গের মাধ্যমে উদ্দীপনা 
গ্রহণ করে। তাই মোতাবেক কার্যকারক অঙ্গের 
(Effector organ) 
দ্বারা এর প্রতিক্রিয়া প্রকাশিত হয়ে। এ কলার প্রধান কোষীয়  উপকরণকে স্নায়ুকোষ 
বা 
নিউরোন (Neurone)। 
স্নায়ুকোষের ফাঁকে ফাঁকেথকে নিউরোগ্লিয়া 
(Neuroglia) 
নামক আরেকটি উপকরণ। এই উপকরণ স্নায়ুকোষকে সুরক্ষার জন্য কাজ করে।
           [বিস্তারিত দেখুন:
নিউরোন]