তরল যোজক কলা
প্রাণীদেহের প্রধান চার প্রকার
কলা
একটি হলো- তরল যোজক কলা (Fluid
Connective Tissue)। এ কলার তরল পদার্থে গঠিত মাতৃকায় কোষগুলো ভাসমান অবস্থায় থাকে। তরল যোজক
কলা দুই প্রকার। এই প্রকার দুটি হলো- রক্ত ও লসিকা।
- রক্ত (Blood):
রক্ত এক
প্রকার তরল যোজক কলা
(Connective
Tissue)।
এটি উৎপন্ন হয় ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে। রক্ত লাল
বর্ণের হয়ে থাকে।
'হিমোগ্লোবিন'
নামক
রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে রক্তকে লাল দেখায়। রক্তবাহিকার মাধ্যমে রক্ত সমগ্র
দেহে সঞ্চালিত হয়।
[বিস্তারিত:
রক্ত]
- লসিকা
(Lymph): ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ
বা পীত বর্ণের তরল পদার্থ যাতে অসংখ্য শ্বেতকণিকা ও সামান্য অণুচক্রিকা থাকলেও
কোন লোহিতকণিকা থাকে না। এতে জলীয় অংশের পরিমাণ ৯৪ শতাংশ এবং কঠিন পদার্থের
পরিমাণ ৬ শতাংশ। এতে প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস কম থাকলেও ক্লোরাইড ও
শর্করার পরিমাণ বেশী থাকে। প্রকৃতপক্ষে লসিকা পরিস্রুত রক্ত। অ্যান্টিবডি তৈরির
মাধ্যমে জীবাণু ধ্বংস করে দেহের প্রতিরক্ষায় অংশ নেয়া, কলারস থেকে প্রোটিনকে
রক্তে নিয়ে আসা, স্নেহ পদার্থ পরিবহণ, দেহের যেখানে রক্ত পৌঁছাতে পারে না
সেখানে অক্সিজেন ও খাদ্যরস পরিবহণ করা, লসিকাগ্রন্থি থেকে সৃষ্ট লিম্ফোসাইট
রক্তে স্থানান্তর করা, কলাকোষের সামগ্রিক গঠন বজায় রাখা এর প্রধান কাজ।