তরল যোজক কলা
প্রাণীদেহের প্রধান চার প্রকার কলা একটি হলো- তরল যোজক কলা (Fluid Connective Tissue)। এ কলার তরল পদার্থে গঠিত মাতৃকায় কোষগুলো ভাসমান অবস্থায় থাকে। তরল যোজক কলা দুই প্রকার। এই প্রকার দুটি হলো- রক্ত ও লসিকা।