পেশী কলা
প্রাণীদেহের প্রধান চার প্রকার কলা একটি হলো- পেশী কলা (Muscular tissue)এই কলা সংকোচন ও প্রসারণের উপযুক্ত অসংখ্য তন্তু নিয়ে গঠিত। এর কোষগুলোতে নিউক্লিয়াস আছে। কোষগুলো সারকোলেমা (Sarcolemma) নামক পর্দা দিয়ে আবৃত থাকে। কোষগুলো আকৃতিতে সুতার ন্যায় লম্বা হয়ে থাকে। কোষগুলো প্রায় ৭৫ শতাংশ পানি ও ২৫ শতাংশ কঠিন পদার্থ দিয়ে তৈরি হয়। পেশী কলার কোষের সাইটোপ্লাজমকে সারকোপ্লাজম বল। সারকোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য উপতন্তু বা মায়োফাইব্রিল (Myofibril) দেখতে পাওয়া যায়।

এই কলার গঠনপ্রকৃতি, কাজ ও অবস্থানের উপর ভিত্তি করে, তিন ভাগে ভাগ করা হয়। এগুলো হলো-রৈখিক (Striated) বা ঐচ্ছিক (Voluntary) পেশী, মসৃণ (Non-striated) বা অনৈচ্ছিক (Involuntary) পেশী এবং হৃদ (Cardiac) পেশী।