প্রকৃত যোজক কলা
প্রাণীদেহের প্রধান চার প্রকার কলা একটি হলো- যোজক কলা Connective tissue। গঠন প্রকৃতির উপর ভিত্তি করে যোজক কলাকে  তিনটি ভাগে ভাগ করা যায়। প্রকৃত যোজক কলা (Proper Connective Tissue) হলো- এই তিনটি যোজক কলার একটি।

প্রকৃত যোজক কলার কোষগুলো বিভিন্ন প্রকার তন্তু ও স্বনিঃসৃত মাতৃকায় ছড়ানো থাকে। এগুলো আবার চার প্রকার। এই প্রকার চারটি হলো-