অপুস্পক উদ্ভিদ
Cryptogamae

যে সকল উদ্ভিদের ফুল হয় না। তাদের সাধারণ নাম অপুষ্পক উদ্ভিদ। উল্লেখ্য, বেন্থাম এবং হুকার উদ্ভিদজগতকে দুটি ভাগে ভাগ করেছিলেন। এই ভাগ দুটি হলো অপুষ্পক উদ্ভিদ ও সপুষ্পক উদ্ভিদ।

অপুস্পক উদ্ভিদের বৈশিষ্ট্য:
এদের প্রধান বৈশিষ্ট্য ফুল ও ফল হয় না। এদের বংশ বিস্তার ঘটে রেণুর (spore) মাধ্যমে। প্রজাতিভেদে মূল, কাণ্ড ও পাতার উপস্থিতির হেরফের লক্ষ্য করা যায় না। এরা আকার-আকৃতিতে ছোট ও নরম হয়। প্রজাতিভেদে এদের দেহে
ক্লোরোফিলের উপস্থিতি বা অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এই কারণে এরা স্বভোজী বা পরভোজী হতে পারে।

অপুষ্পক উদ্ভিদকে তিনটি ভাগ করা হয়েছিল। ভাগ তিনটি হলো- এই জাতীয় উদ্ভিদের