Kingdom: Plantae
Order:
Malvales
Family:
Sterculiaceae
Genus:
Garcinia

সুন্দরী
বৈজ্ঞানিক নাম : Heritiera fomes Buch.-Ham
 

সুন্দরী গাছের সারি

Sterculiaceae গোত্রের Garcinia গণের চিরসবুজ বৃক্ষ জাতীয় উদ্ভিদ বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, মায়ানমার ও থাইল্যান্ডে এই গাছ দেখা যায়। বাংলাদেশের সুন্দরবনে এই গাছ প্রচুর জন্মে। কথিত আছে সুন্দরী গাছের নাম অনুসারে এ বনের নাম সুন্দরবন হয়েছে

উচ্চতায় গাছগুলো ১৫ থেকে ১৯ মিটার হয়ে থাকে। এর বাকল কালচে ধূসর বা বাদামি। পাতা একান্তর এবং চিরসবুজ। পাতার মধ্য শিরা স্পষ্ট। সুন্দরবনে সাধারণত কম লবণাক্ত এলাকার মাটিতে এটি ভালো জন্মে। এ গাছের জন্য উঁচু ভূমি ও স্বাদু পানির প্রয়োজন হয়। এপ্রিল থেকে ফুল আসা শুরু করে এবং পুরো গাছ ফুলে ফুলে ভরে যায়। ফুলের রঙ সোনালি-হলুদ, তার সঙ্গে লালচের আভা থাকে। ফুলের পাপড়ি নেই। বৃতির সংখ্যা ৫।

লবণাক্ততা, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, আগামরা রোগ, মিঠাপানির প্রবাহ কমে যাওয়ায় সুন্দরী গাছ বিশ্বের বিপন্ন উদ্ভিদের তালিকায় স্থান পেয়েছে। বিশ্ব জীববৈচিত্র্য সংস্থা আইইউসিএনের ২০১০ সালে প্রকাশিত রেড ডাটা সাইটে সুন্দরী গাছকে বিপন্ন উদ্ভিদ হিসেবে উল্লেখ করা হয়েছে