Kingdom:
Animalia |
আফ্রিকার সোনালী হলুদিয়া পাখি
ইংরেজি
নাম:
African Golden Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
auratus
Oriolidae গোত্রের এক প্রকার গায়ক পাখি। এই গোত্রের গণের নাম Oriolus (হলুদিয়া পাখি)। ১৮১৭ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন Vieillot।
এই পাখি আফ্রিকার সাহারা অঞ্চলে দেখা যায়। এরা বড় ধরনের জঙ্গলে বা ঘন ঝোপঝাড়ে বসবাস করে।
এদের পাখা ও লেজ ছাড়া সারা দেহ হলুদ নরম পালকে আবৃত থাকে। এর পাখার প্রান্তদেশ জুড়ে কালো বর্ণের চওড়া রেখা এবং এর মাছে আছে পাখায় হলুদ ছোপ। লেজের প্রান্তদেশ জুড়ে রয়েছে হলুদ রেখা। চোখের বাইরের অংশ জুড়ে চওড়া কালো বর্ণে ঢাকা। এর ঠোঁট লাল।
এদের প্রধান খাদ্য ফল, ফুলের মধু, শস্যকণা ও কীটপতঙ্গ। তবে ডুমুর জাতীয় ফল এদের প্রিয় খাদ্য।
এরা মূলত একাকী থাকে। প্রজনন ঋতুতে পুরুষ পাখি ঝোপের আড়াল থেকে স্ত্রী পাখির উদ্দেশ্যে গান গায়। প্রজজন ঋতুতে এরা ঝুড়ির মতো বাসা তৈরি করে। স্ত্রী পাখি দুটি ডিম পাড়ে। ডিমে উভয় পাখি তা দেয় এবং বাচ্চা ফোটার পর উভয় পাখিই যত্ন নেয়।
সূত্র :
http://en.wikipedia.org/