Kingdom:
Animalia |
হলুদিয়া পাখি
ইংরেজি নাম:
Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
Oriolidae গোত্রের এক প্রকার গায়ক পাখি। এই গোত্রের গণের নাম Oriolus । ১৭৬৬ খ্রিষ্টাব্দে এই গণের নামকরণ করেছিলেন— কার্ল লিনিয়াস (Carl Linnaeus)। বাংলাতে সাধারণভাবে এই গণের পাখিকে হলুদিয়া পাখি বলা হয়। এখন পর্যন্ত এই গণের ২৭টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় বা উষ্মপ্রধান অঞ্চলে এই পাখি বসবাস করে।
এই পাখিগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো, আকারে ময়নার মতো এবং গায়ের পালকে হলুদের প্রভাব প্রবলভাবে লক্ষ্য করা যায়। এর গায়ক পাখি। এরা ফল, ফুলের মধু, ছোটো ছোটো কীটপতঙ্গ খায়। প্রজনন ঋতুতে গাছের উঁচুতে পেয়ালা বা ঝুড়ির মতো করে বাসা তৈরি করে। প্রজজন কালে পুরুষ পাখি গান গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। প্রজাতিভেদে স্ত্রীপাখি দুটি বা তিনটি ডিম পাড়ে। ডিমে তা দেওয়া থেকে বাচ্চার যত্ন নেওয়ার ক্ষেত্রে উভয় পাখি অংশগ্রহণ করে।
বাংলাদেশে তিন ধরনের হলুদিয়া পাখি দেখা যায়। কিন্তু রঙের বিন্যাসের বিচারে এই প্রজাতিগুলোকে পৃথক করা যায়। বাংলাদেশে তিন ধরনের হলুদিয়া পাখি দেখা যায়। এদের ভিতর দুটি প্রজাতিকে স্থানীয়ভাবে বলা হয় সোনাবৌ ও বেনেবৌ নামে। অপর একটি হলুদিয়া পাখি পৃথক কোনো বাংলা নাম নেই। সাধারণভাবে সোনাবৌ্ বা বেনেবৌ বলা হয়। এদের ভিতরে খাঁটি হলুদিয়া পাখি বলতে বুঝায় সোনাবৌ-কে। নিচের ছবিতে প্রজাতি তিনটির পরিচয় ও ছবি দেওয়া হলো—
বেনোবৌ।
ইংরেজি নাম:
Black-hooded Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
xanthornus
সোনাবৌ।
ইংরেজি নাম:
Eurasian Golden Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
Oriolus
এই ২৭টি গণের পাখিগুলোকে ৬টি ভাগে
ভাগ করা হয়েছে। নিচে এই ভাগগুলোর পরিচয় তুলে ধরা হল।
প্রথম ভাগ
অস্ট্রেলিয়ান হলুদ
পাখি। ইংরেজি নাম :
Green Oriole, Australasian Yellow Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
flavocinctus
কালচে-বাদামি হলুদিয়া পাখি ইংরেজি
নাম: Dusky-brown Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
phaeochromus
কৃষ্ণ-কর্ণ হলুদ পাখি।
ইংরেজি
নাম: Grey-collared Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
bouroensis
জলপাই-পৃষ্ঠ হলুদ পাখি। ইংরেজি
নাম: Olive-backed Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
sagittatus
জলপাই-বাদামি হলুদ পাখি।
ইংরেজি
নাম: Olive-brown Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
melanotis
ধূসর-কণ্ঠী হলুদ পাখি।
ইংরেজি
নাম: Grey-collared Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
forsteni
বাদামি হলুদ পাখি।
ইংরেজি
নাম:
brown Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
szalayi
দ্বিতীয় ভাগ
তৃতীয় ভাগ
কৃষ্ণ-পক্ষ হলুদিয়া
পাখি। ইংরেজি
নাম: Black-winged
Oriole
বৈজ্ঞানিক নাম
Oriolus nigripennis
পার্বত্য হলুদিয়া
পাখি। ইংরেজি
নাম:
Mountain Oriole
বৈজ্ঞানিক নাম
Oriolus percivali
কৃষ্ণমুণ্ডু হলুদিয়া
পাখি। ইংরেজি
নাম:
Black-headed Oriole
বৈজ্ঞানিক নাম
Oriolus larvatus
ইথিওপীয় হলুদ পাখি। ইংরেজি
নাম: Ethiopian Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
monacha
চতুর্থ ভাগ
কালো-ঘাড়বিশিষ্ট হলুদিয়া
পাখি। ইংরেজি
নাম:
Black-naped
Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
chinensis
সরু-ঠোঁটযুক্ত হলুদিয়া
পাখি। ইংরেজি
নাম: Slender-billed Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
tenuirostris
সোনাবৌ ।
ইংরেজি নাম:
Eurasian Golden Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
Oriolus
ভারতীয় সোনালী হলুদিয়া
পাখি। ইংরেজি
নাম: Indian Golden Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
kundoo
আফ্রিকার সোনালী হলুদিয়া
পাখি। ইংরেজি
নাম:
African Golden Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
auratus
পঞ্চম ভাগ
কৃষ্ণ-লোহিত হলুদিয়া পাখি।
ইংরেজি নাম
Black-and-crimson Oriole।
বৈজ্ঞানিক নাম : Oriolus
cruentus
Black Oriole, Oriolus hosii
Maroon Oriole, Oriolus traillii
Silver Oriole, Oriolus mellianus
ষষ্ঠ ভাগ
Dark-throated Oriole, Oriolus xanthonotus
Philippine Oriole, Oriolus steerii
White-lored Oriole, Oriolus albiloris
Isabela Oriole, Oriolus isabellae
সপ্তম ভাগ
সূত্র :