Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Subclass: Neornithes
Infraclass: Neognathae
Superorder: Neoaves
Order: Passeriformes
Suborder: Passeri
Superfamily: Corvoidea
Family: Oriolidae
Genus: Oriolus

হলুদিয়া পাখি

ইংরেজি নাম: Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus

 

Oriolidae গোত্রের এক প্রকার গায়ক পাখি। এই গোত্রের গণের নাম Oriolus । ১৭৬৬ খ্রিষ্টাব্দে এই গণের নামকরণ করেছিলেন কার্ল লিনিয়াস (Carl Linnaeus)। বাংলাতে সাধারণভাবে এই গণের পাখিকে হলুদিয়া পাখি বলা হয়। এখন পর্যন্ত এই গণের ২৭টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় বা উষ্মপ্রধান অঞ্চলে এই পাখি বসবাস করে।

 

এই পাখিগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো, আকারে ময়নার মতো এবং গায়ের পালকে হলুদের প্রভাব প্রবলভাবে লক্ষ্য করা যায়। এর গায়ক পাখি। এরা ফল, ফুলের মধু, ছোটো ছোটো কীটপতঙ্গ খায়। প্রজনন ঋতুতে গাছের উঁচুতে পেয়ালা বা ঝুড়ির মতো করে বাসা তৈরি করে। প্রজজন কালে পুরুষ পাখি গান গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। প্রজাতিভেদে স্ত্রীপাখি দুটি বা তিনটি ডিম পাড়ে। ডিমে তা দেওয়া থেকে বাচ্চার যত্ন নেওয়ার ক্ষেত্রে উভয় পাখি অংশগ্রহণ করে।

 

বাংলাদেশে তিন ধরনের হলুদিয়া পাখি দেখা যায়। কিন্তু রঙের বিন্যাসের বিচারে এই প্রজাতিগুলোকে পৃথক করা যায়। বাংলাদেশে তিন ধরনের হলুদিয়া পাখি দেখা যায়। এদের ভিতর দুটি প্রজাতিকে স্থানীয়ভাবে বলা হয় সোনাবৌ ও বেনেবৌ নামে। অপর একটি হলুদিয়া পাখি পৃথক কোনো বাংলা নাম নেই। সাধারণভাবে সোনাবৌ্ বা বেনেবৌ বলা হয়। এদের ভিতরে খাঁটি হলুদিয়া পাখি বলতে বুঝায় সোনাবৌ-কে।  নিচের ছবিতে প্রজাতি তিনটির পরিচয় ও ছবি দেওয়া হলো

সোনাবৌ পাখি
Oriolus Oriolus

বেনোবৌ
 
Oriolus xanthornus

কালো-ঘাড়বিশিষ্ট হলুদিয়া পাখি Oriolus chinensis


এই ২৭টি গণের পাখিগুলোকে ৬টি ভাগে ভাগ করা হয়েছে। নিচে এই ভাগগুলোর পরিচয় তুলে ধরা হল।
 

প্রথম ভাগ

দ্বিতীয় ভাগ

তৃতীয় ভাগ

চতুর্থ ভাগ

পঞ্চম ভাগ

ষষ্ঠ ভাগ

সপ্তম ভাগ



সূত্র :

http://en.wikipedia.org/wiki/Oriolus