Kingdom:
Animalia |
ইথিওপীয় হলুদ পাখি
ইংরেজি
নাম:
Ethiopian Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
monacha
বাংলাদেশে এই পাখি দেখা যায় না। তাই বাংলাতে এই পাখির কোনো পৃথক নাম নাই।
Oriolidae
গোত্রের
Oriolus
(হলুদিয়া পাখি)
গণের এই পাখি
আফ্রিকা'র
ইথিপীয়ার অঞ্চলের শুষ্ক বনভূমিতে পাওয়া যায়। ১৭৮৯ খ্রিষ্টাব্দে হলুদিয়া পাখির এই প্রজাতির নামকরণ করেন
Gmelin।
ছবি : Ricardo Rocha |
এই
পাখির বুক ও পিঠের দিকের রঙ হলুদ। এদের মাথার রঙ কালো।
এর পাখা প্রান্ত জুড়ে কালচে পালক ছিল। লেজের রঙ হলদেটে।
এদেরকে সাধারণত একাকী বিচরণ করতে দেখা যায়। প্রজনন ঋতুতে জোড়ায় জোড়ায় দেখা
যায়। তবে কখনো কখনো দলবদ্ধভাবেও এদের দেখা যায়।
প্রজনন ঋতুতে পুরুষ পাখি গান গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এদের প্রজনন কাল। এরা লতপাতা দিয়ে পেয়ালার মতো বাসা তৈরি করে। সাধারণত ২টি ডিম পাড়ে।
সূত্র :