Kingdom:
Animalia |
পশ্চিমাঞ্চলীয় কৃষ্ণ-মুণ্ডু হলুদ পাখি
ইংরেজি
নাম: São Tomé Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus
crassirostris
বাংলাদেশে এই পাখি দেখা যায় না। তাই বাংলাতে এই পাখির কোনো পৃথক নাম নাই।
Oriolidae গোত্রের Oriolus (হলুদিয়া পাখি) গণের এই পাখি আফ্রিকা'র সাও টোম এন্ড প্রিন্সিপে (São Tomé and Príncipe) অঞ্চলের নিচু বনভূমিতে পাওয়া যায়। ১৮৫৭ খ্রিষ্টাব্দে হলুদিয়া পাখির এই প্রজাতির নামকরণ করেন Hartlaub।
ছবি : Ricardo Rocha |
এই
পাখির নিচের দিকের রঙ হলুদ। এদের মাথার রঙ কালো।
এর পাখার রঙ ঘন জলপাই বর্ণের। লেজের রঙ সাদাটে ধূসর। ফল, ফুল ফুলের মধু ইত্যাদি খায়।
পিঠ এবং গলার রঙ ধূসর-হলুদাভ।
এদেরকে সাধারণত একাকী বিচরণ করতে দেখা যায়। প্রজনন ঋতুতে জোড়ায় জোড়ায় দেখা
যায়। তবে কখনো কখনো দলবদ্ধভাবেও এদের দেখা যায়।
প্রজনন ঋতুতে পুরুষ পাখি গান গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এদের প্রজনন কাল। এরা লতপাতা দিয়ে পেয়ালার মতো বাসা তৈরি করে। সাধারণত ২টি ডিম পাড়ে।
সূত্র :
http://monachusphotography.blogspot.com/2010/01/oriolus-crassirostris.html